Tuesday, July 30, 2013

Tumi Sundor ( তুমি সুন্দর )

তুমি সুন্দর

তুমি বড় সুন্দর সখি, এই পৃথিবীর বুকে
এক গাল হাসি দেখি, তোমার রাঙা মুখে।
শিশুর মতো তাকিয়ে থাকো দূর আকাশ পানে
কত সুখের স্বপন আঁকো গভীর মনে মনে।

ঝর্ণার মত নির্মল, চঞ্চল, তুমি যে প্রেমময়ী
হাসির ঝলকে চমকে উঠি, যখন দেখি বিজয়ী।
মিষ্টি মুখের চাহনি খানি অতি দুষ্ট লাগে
এই মুখটি কখনো আমি, দেখিনি তোমার আগে।

ভারি সুন্দর চোখ দুটিতে পড়েছে একটু কালি
হাত পড়েনি ফুলদানীটায়, আজকে দেখি খালি।
অনেক ভাবনায় দেখি, তোমার ক্ষীণ জ্যোতি চোখে
তাইতো তুমি দেখছো কেমন চশমার ফাঁকে ফাঁকে।

লাল বসনের কন্যা তুমি, দেখায় ভারি মিষ্টি
তোমার পানে পড়লে চোখ, যায় না ফেরানো দৃষ্টি।
দূর গ্রামে বাড়ি তোমার, শুনি আমি যখন
আমি অনেক কষ্ট পেয়ে, মনে ভাবি তখন।

একটুখানি দেখেছি আমি, তোমার পানে চেয়ে
সেই দেখাতে বেসেছি ভাল, মন প্রাণ দিয়ে।
হাসলে তোমায় লাগে ভাল, চিকন ঠোঁটের ফাঁকে
ফুল ভেবে তোমায় সখি, খোঁপায় তুলে-না রাখে।

হাত দু'খানি কোমল অতি, পদ্মফুলের মতো
ফুলের চেয়ে সুন্দর তুমি, ভেবেছি তোমায় যতো।


2 comments:

Last 7 Days!