নিভে গেছে
তোমার প্রতি আমার
যে ভালবাসা ছিল
তা আজ ভেঙে গেছে
কাঁচের মতো টুকরো টুকরো হয়ে;
সূর্যের আলো যেমন
তরু-লতার সজিবতা আনে
তেমনি সজিবতা তোমার
ছোঁয়ায়।
কিন্তু, অমাবশ্যা ধরেছে চাঁদের আলোয়Ñ
যেমন তেমন বেঁচে
থাকাÑ
শুকনো খড়-কুটার মতো
এদিকে-ওদিকে ভেসে
বেড়ায় জীবনটা।
রাতের জোনাকি আলো
দেয়,
ভালবাসার কথা বলে, আমায় স্মরণ করিয়ে দেয়
একদিন সন্ধ্যা বেলার
কথাÑ
হাত তোমার হাতে ছিল।
প্রকৃতির বসন্ত হাত
বাড়ায়Ñ
ধরা দেইনা কখনো, পেতে চাইনা কখনোÑ
আজ তোমার হাসি নিভে
গেছে পলাশের হাসিতে,
তাই ফিরে দেখার অপেক্ষা
থাকি না।