
সময়ের প্রেক্ষিতে কিছু বিশেষ চরণ আর্বিভূত হয় হৃদয় গহীনে। ক্ষুদ্র প্রয়াসে ব্যাকুল হৃদয়ে উচ্ছ্বাস ওঠে ক্ষুদ্র সৃষ্টিতে। যেখানে নগন্য-তুচ্ছু আমি- ওই হৃদয়ে অবস্থান সাধ্যাতীত। তবু স্বপ্ন নিয়ে এসেছি--!
সূচি পত্র
১। এ যুগের কবি
| |
২। সূর্য উঠবে
| |
৩। কথা দিলাম
|
২৩। এই তো জীবন
|
৪। কর্ম মর্ম
|
২৪। তোমার আমার শপথ
|
৯। সম্ভ্রম
| |
১২। ভালবাসার অতীত
| |
১৭। আলো প্রিতি
| |
১৯। অচেনা ফুল
| |
২০। একটু ভুলে
|

Very Nice Work
ReplyDelete