Saturday, August 26, 2023

Angso Nissese - অংশ নিঃ‌শে‌ষে

অংশ নিঃ‌শে‌ষে ভগ্নাং‌শে প‌রিণত-
অপ‌রি‌মিত সংশ‌য়ে শি‌শি‌রে
ক্ষ‌ণিক প্রনয় প্রল‌য়ে পর্যব‌সিত
‌দ্বিধা অন্যায় স‌বিন‌য়ে প‌রিল‌ক্ষিত
অং‌কিত প‌টে সঙ্কিত ছায়াদীপ
কদা‌চিৎ ভ‌ঙ্গি‌তে বি‌চ্ছেদগী‌তির সন্তাপ!


ও‌হে! অনন্ত‌কিরণী, উজ্জ্বল আভারণী
অ‌বিকল অন্তরীক্ষ‌ে তব বসতিনীড়!

 

 

 

 

Sunday, July 23, 2023

Valobasar Basvumi - ভা‌লোবাসার বাসভূ‌মি

এক‌টি ছোট স্বপ্ন তাও পূরণ হলনা, 

এক‌টি আশা তাও ভে‌ঙে গেল

বাঁধ ভাঙা জোয়া‌রে,

আ‌মি ভে‌সে গেলাম অ‌থৈ সাগ‌রে।


আ‌লো‌কিত বসুন্ধরায় অন্ধকার আমার আকা‌শে মে‌ঘের আঁচ‌লে ঢাকা

অনন্ত বা‌রিধারা ঝ‌রি‌ছে অঝ‌রে , স‌বিতার নাই দেখা,

অন্তপুরীর গহী‌নে নী‌লে নী‌লে কারুকাজ

মূল্যহীন বেমানান আজ।


স‌বি‌তো হারা‌লো হৃদ‌য়‌তো পালা‌লো

ছু‌টে সমুদ্দুর

ভালবাসার বাসভু‌মি পেলাম না খুঁ‌জে

আ‌ছে তা কত্তদুর!






Saturday, July 22, 2023

Valobasa Beche Robe - ভালোবাসা বেঁচে রবে

অনেক আশাতে বেঁধেছি যে ঘর

ভেঁঙে দিল কালবৈশাখী ঝড়।

তবু নতুন স্বপ্ন নিয়ে আসে নতুন সূরজ

মানে না মন, সেতো সারাক্ষণ অবুঝ।

ভালোবাসা, কাছে আসা, পায়যে দিশা

কিছু হাসি, কিছু কান্না, যেন চোখের নেশা।

অচেনার মাঝে খুঁজে ফেরে চেতনার রূপ

প্রকৃতি যাহা ভাবুক, যাহা করুক নয় প্রতিরূপ।

আশা তবু রবে মনে নিশিদিন সাজে

ভালোবাসা বেঁচে রবে শয়ণে কিম্বা কাজে






Wednesday, July 5, 2023

Obuj Sobuj Mon- অবুঝ সবুজ মন

 ম‌নের গহী‌নে নিঃশ‌ব্দে যে আ‌ছে ঘু‌মি‌য়ে

তার কথা কই‌বো কেম‌নে, লাজ-সদা ভ‌য়ে।

যে জীবন আশা খোঁ‌জে তার চো‌খের ভাষায়

গোপ‌নে, নীর‌বে সে-ই আমা‌কে কাঁদায়।


ফু‌লে ভরা ফাগু‌নে দি‌য়ে‌ছিল ভা‌লোবাসার গল্প

অ‌নেকদূর, ‌সেই বহুদূর, আ‌ছে দূর কল্প।

মা‌নে না মন, অশ্রু কিছুক্ষণ বৃষ্টি‌তে ভে‌ঁজে

পথ চে‌য়ে ব‌সে‌ছে, যারা পাই‌নি তা‌কে- সদাই তার খোঁ‌জে।

দিবা‌নি‌শি জাগরণ- কালিমা নেত্রত‌লে

তার অবুঝ সবুজ মন- কে যেন নি‌য়ে‌ছে ছ‌লে।









Tuesday, July 4, 2023

Mrittu Sajay Basor - মৃত্যু সাজায় বাসর

ভু‌লের উপর বস‌তি গ‌ড়ে জীবন হইল বিষ

পাড়া পড়‌শির হা‌সি পায়, যমরাজ দেয় শীষ।

খু‌শির জীব‌নে রা‌শি রা‌শি দুঃ‌খের বোঝা ভাই

দেখার মানুষ বহু আ‌ছে, শোনার মানুষ নাই।

 

আজ‌কে য‌দি শুধ‌রে যাও কাল‌কে হ‌বে অকাল

সাদা মানু‌ষের শত্রু বেশি, দু‌নিয়া হয় বিকল।

মহাজন ক‌ষে সু‌দের হিসাব- আঙুল ভ‌র্তি ঘি

সমজদার সব বু‌ঝে বুঝুক, মুজু‌রেরা কর‌বে কি?

 

ভো‌রের আ‌লো যত রাঙা অসহা‌য়ের দিন ভাঙা

বা‌লির চ‌রে যে ঘর বেঁ‌ধে‌ছে, দেখ‌বে কি ডাঙা?

নি‌শিভর চাঁদের আ‌লোয় তোমরা বসাও আসর

মাঝরা‌তে চাতকের ডা‌কে মৃত‌্যু সাজায় বাসর!



 

Tuesday, March 7, 2023

কে তু‌মি? - Ka Tumi?

 সময় তোমার অনুকূ‌লে      মন ভোলা ব্যকু‌লে
             হাজার স্বপ্ন অধরা থে‌কে যায়,
প‌থের মা‌ঝে        ‌দিগ‌ন্তের সা‌ঝে
                     ‌মি‌থ্যে কিছু আশা হারায়।

‌কে তু‌মি? প্রশ্ন জা‌গে            হৃদ‌য়ের গহীন ভা‌গে
‌                কিভা‌বে অ‌চেনা হ‌য়ে রও?
হঠাৎ আড়া‌লে       তরনীর পা‌লে
                   ‌ঢেউ উ‌ঠিল কে‌নো কও?

দূর সে অ‌নেক দূর     ক্রন্দন আর বির‌হের সুর
                       মুছ‌বে না সম‌য়ের সুখ,
হা‌সি‌তে লুকা‌নো ছ‌বি        অন্তরা‌লে ভা‌সে স‌বি
        ‌মো‌ছে না‌তো নয়ন জ‌লে সেই  মুখ।

‌বিধান/০৭.০৩.২০২১

 

 

Last 7 Days!