Friday, December 16, 2016

Bangla Amar Ahongkar - বাংলা আমার অহংকার (বিজয় দিবস)





সময় ঊনিশশ একাত্তর
খচখচ করে বুকের ভেতর
অন্ধকারে আলোর বাজি-
তারকা রাশি রাশি জ্বলে ওঠে নেভেনা আর
এ যেন ভয়ংকার কালরাত্রি
অগ্নির অলংকার
আর্তনাদ, চিত্কার
বিভত্স-
ইয়াহিয়া, তোকে ধিক্কার

খেলোয়াড়, পিছন থেকে আঘাতকারী
নির্দয়-পাষাণ
আসলে তুই ভিখারী-
নির্মম অত্যাচারি
শুনেছিস তু্‌ই মুজিবের কন্ঠস্বর!
তুই নরপশু তোকে ধিক্কার
জন্ম জন্মান্তর তুই ঘৃণ্য
তুই বন্য

তোর জবাবে মুক্তিসেনা
দেশের খাঁটি সোনা!
আঘাতে আঘাতে ভাঙল
বেইমান, কাপুরুষ তোর আস্তানা,
নিহত-আহত আর বন্দি
সামরিক সেনা
মুছে গেল তোর আড়ম্বর
কারণ আজ ১৬ই ডিসেম্বর-
আমি বাঙালি,
বাংলা আমার অহংকার
এক নেতা,
দেশ গড়ার কারিগর
পেয়েছি আমরা-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান



Thursday, July 7, 2016

Tomar Sopner Sathe - তোমার স্বপ্নের সাথে



তুমি আমায় স্বপ্ন দেখতে বলেছিলে
আমি দেখেছি,
তবে তোমার মনের মত হবে কিনা জানিনা
এলোমেল, অগোছালো জীবনে সেই স্বপ্ন সত্যি হতে
হিমশিম খাবে নাতো-
ভাবনা-দুর্ভাবনা একত্রে বাসা বেঁধেছে শুকনা ডালে

তোমার কোন স্বপ্ন ভাল লাগে, না-জেনেই স্বপ্ন দেখতে উত্সুক
এই আমি অচেনাকে ভালবেসেছি চিনবো বলে
তুমি দুঃস্বপ্নের কথা বলোনিতো!
আমি ভয়ে শিহরে উঠি
মগডালে পাখির বাসা, সে অনেক উচু আশা
নিরাশায় ভেঙে যাবে-
আমি নির্ভীক হতে পারিনি উচ্চাকাঙ্খায়

দ্যোদুল স্বপ্ন আমাকে আকর্ষণ করেছে
কিন্তু বিকর্ষণ করেছে প্রকৃতি
আমি প্রকৃতিকে ভালবাসি, তোমার প্রকৃতিও।
আর নিঃশব্দে রাত পাহারা দিয়ে যাকে আপন করে পেতে চাইছো
সে আপন হওয়ার নয়, সে-বন্য পাখি খাঁচায় থাকতে চায় না
তোমাদের আঁড়ালে তার অবুঝ ভালবাসা
চুপিচুপি খেলা করে গোধুলির পানকৌড়ির সাথে

আমি যে স্বপ্ন দেখি তার বাস্তবায়ন প্রকৃতি করে না,
আমাকে ভাঙন দেখায় আমকে বিদ্ধস্ত করে দেয় অনর্থক তান্ডবে
তাই আমি শংকিত, আমি শোকাহত
যদি তোমার স্বপ্নের সাথে আমার স্বপ্ন না মেলে





Tuesday, May 24, 2016

Ami Valobasi Tai - আমি ভালবাসি তাই



আমি ভালবাসতে ভয় পাই
আমি কাছে আসতে ভয় পাই
শুধু একটি কারনে-
তুমি যদি চলে যাও আমার কারণে
আমার দূরে থাকতে ইচ্ছে হয়
আমার লুকিয়ে থাকতে ইচ্ছে হয়
শুধু একটি কারণে-
তুমি যদি দেখতে পাও সেই কারণে

আমি ভালবাসি তাই
তোমাকে দূর থেকে দেখতে পাই,
তোমাকে কাছে পাই
শয়নে-স্বপনে-জাগরনে তাই তোমাকে চাই-
আমি সর্বদা তোমাকে দেখতে পাই









Friday, January 1, 2016

Notun Kora Sajabo Ghor - নতুন করে সাজাবো ঘর Happy New Year 2016



নতুন করে সাজাবো ঘর- 
      সেই প্রত্যাশা আছে সবার
কেউ পারে কেউ পারে না-
        জিত হয়না সবার

কিছু ব্যথা কিছু স্মৃতি দুঃখ দিয়ে যায়
এইতো নিয়ম নিয়তির,
                   সে করেনা গড়বড়

ভাগ্যের ওই যতাকলে পিষ্ট হয়গো সদুপায়
সেথায় মিথ্যেকে কাছে টানি-
আমি হলেম নিরুপায়

সুখ যদি সামনে থাকে দুঃখ রয় পিছে,
তাই বলে কি বসে থাকবে?

এগিয়ে যাও হেসে













Last 7 Days!