Tuesday, December 29, 2015

Valobasa Rupantorjoggo- ভালবাসা রূপান্তরযোগ্য


আমি যাকে ভালবাসি সে বাসে অন্যকে,
আবার সে যাকে ভালবাসে সে অন্য কাউকে
হতে পারে, তাই ভালবাসা রূপান্তরযোগ্য

একদিন আমি পিতা-মাতা-কে ভালবাসতাম
তারা আমাকে ভালবাসত, আদর করত-
আমি তাদেরকে বুকে জড়াতাম-
ভাই-বোন তাদেরকেও ভালবাসতাম
নিজের জীবনসম
আমি আজ ভালবাসি অন্য কাউকে,
তাই ভালবাসা রূপান্তরযোগ্য

আমি আজ অন্যের জন্য জীবন দিতে প্রস্তুত,
পিতা-মাতা, ভাই-বোন এখন তুচ্ছ
ভাবতে অবাক লাগে-
এটাই সত্য
তাই ভালবাসা রূপান্তরযোগ্য

এভাবে ভালবাসার রূপান্তর ঘটে
পিতা থেকে তাঁর স্ত্রী (মাতা), পিতা থেকে সন্তান,
সন্তান থেকে নাতি-পুতি- আর-
ব্যক্তি (নিজ) থেকে পিতা-মাতা, ভাই-বোন, তারপর-
তারপর অন্য কেউ
তাই ভালবাসা রূপান্তরযোগ্য

তুমি আজ যাকে ভালবাসছো কাল তাকে নাও বাসতে পারো
কি চাই আমি?
ভক্তি বা এবাদত- যার রূপান্তর নেই
ব্যক্তি থেকে ব্যক্তি, জাতি থেকে জাতি
সর্বপরি একমাত্র স্রষ্টা, তার প্রতি
মৃৃত্যু-সম্মুখেও ভক্তি-এবাদত অটুট থাকে
আমি ভুলে গেছি, কি যেন বলছিলাম-

ও হ্যাঁ! ভালবাসা রূপান্তরযোগ্য




Thursday, December 17, 2015

Jibon Cholar Pothe - জীবনে চলার পথে





জীবনে চলার পথে কেউ কেউ ফাঁকি দিয়ে যায়
হয়তোবা কেউ কেউ বুকে রয়ে যায়
সিঁড়ি বেয়ে উঠতে যেমন লাগে-গো কঠিন
কাছ থেকে চেয়ে দেখ, জীবনও মলিন-
কুয়াশার চাদরে, নিষ্ঠুর আদরে আড়ষ্ট যে মরণ

হাতের সময় আজ ধুলাতে লুটায়
বন্ধু তো সেই হয়- বিপদে যে অসহায়
হাত বাড়ায় সে অকারণ, তাকে আমি করিনি আলিঙ্গন
যে কপালে সুখ তার উল্টোপিঠে দুখ্
পারেনা মুছতে ব্যথা, সদা ভেঙে যায় বুক
আলোতে আধার কাটে, স্নেহহীন আত্মা জাগে
মমতার বাঁধনে জড়ানো তবু কেন যে অসুখ

ভুল শূধু ভুল এই ভাবনার মাঝারে
কখন যে হয়ে গেল বুঝিনি গোপনে
কেন আমি নিষ্ঠুর তব অন্তরে?





 











Last 7 Days!