Thursday, August 22, 2013

Sopner Vubone ( স্বপ্নের ভুবনে )

স্বপ্নের ভুবনে


অনন্ত ভালবাসা জেগে থাকে হৃদয়ে
কখনো উঁকি দেয়- কখনো বা দুঃসময়ে।

যখনি আধার আসে নীলিমার বুকে
মধুর রাত্রি- ভালবাসে দু'চোখ দেখে।

স্বপ্ন এঁকে যায় অজানা পরী
সেথায় দুয়ে মিলে মনের ভুবন গড়ি।

বেদনারা দূরে যায় ভালবাসার ছোঁয়ায়
হাত ধ'রে যবে বসি চন্দ্রিমার আভায়।
দীপজ্বলে সন্ধ্যায় দেবতার প্রীতিতে
মন ভাবে ভালবাসা পুজনীয় স্মৃতিতে।
সুখ নয়, অসুখ নয়, ভালবাসা শুধু
এ-যেন অমৃত, না-হয় মধু।


2 comments:

  1. সত্যি
    এ-যেন অমৃত, না-হয় মধু।

    ReplyDelete
  2. অনেক সুন্দর।
    "স্বপ্ন এঁকে যায় অজানা পরী"

    ReplyDelete

Last 7 Days!

App