Monday, January 27, 2014

Golar Mala (গলার মালা)

আমার হৃদয় পৃষ্ঠায় তোমার ছবি আঁকা-
যেদিন হতে আমায় বেসেছিলে ভাল,
আজ তবে দূরে কেন, বলনা কোনো কথা
তবে-কি আমার অনেকটাই ভুল ছিল?
পড়ে না মনে কি ভুল করেছি
আসলে কি তা ভুল,
তোমার হাতে রেখেছি যেদিন
একগোছা বনফুল।
হায় নিয়তি হায়! কার মালা কে পরে গলায়।
চলে যাও সীমানা ছেড়ে
অন্য কারো হাত ধরে,
শুধু জেনে রেখো আবার আসতে হবে ফিরে
আমারই সামরাজ্য গড়েছি তোমাকে ঘিরে।
ওপারের টকটকে লাল গোলাপ
এপারে বেদনার প্রলাপ-
সবটাই রয়েছে বাকি 
অদূরে চলে যাওয়ার কতক আলাপ।

অনেক স্বপ্ন মিছে আজ-
তোমার কূলে হাত বাড়ায়
তার মুখের হাসি ধরে না চাঁদের গায়।
একটু অশ্রু সয়ে নেব
বেদনার নীল ডানা জুড়ে নেব
এইরূপ ছলনার উতলা বাতাসে
রৌদ্রমাখা হাসিতে
বিদায় দেব মৃদু মৃদু গতিতে।


Sunday, January 12, 2014

Kotha Dilam ( কথা দিলাম )

কথা দিলাম শ্রবণের বৃষ্টি ঝরা দুপুরে,
তুমি-আমি একসাথে থাকবো
বেলা-অবেলার লীলাচলে।
অনন্ত ভালবাসার পরশে
তোমার অনাবিল আকাঙ্ক্ষাকে
মিথ্যে হতে দেবো না।

সামনের ধূসর বৃষ্টির প্রাঙ্গণে
ছুটে বেড়ায় তোমার-আমার ভবিষ্যত।
তোমার দুটি হাত এ-বুকে রাখ,
দেখবে, শুধু তুমি নিঃশ্বাসে-
আজ ফিরবোনা ঘরে
দিগ্বিজয়ের নেশায়।
এসো দীঘির পাড়ে বসি কিচ্ছুক্ষণ
তুমি-আমি আর প্রকৃতির
ঝিরিঝিরি বৃষ্টির দল।

Last 7 Days!

App