Sunday, January 12, 2014

Kotha Dilam ( কথা দিলাম )

কথা দিলাম শ্রবণের বৃষ্টি ঝরা দুপুরে,
তুমি-আমি একসাথে থাকবো
বেলা-অবেলার লীলাচলে।
অনন্ত ভালবাসার পরশে
তোমার অনাবিল আকাঙ্ক্ষাকে
মিথ্যে হতে দেবো না।

সামনের ধূসর বৃষ্টির প্রাঙ্গণে
ছুটে বেড়ায় তোমার-আমার ভবিষ্যত।
তোমার দুটি হাত এ-বুকে রাখ,
দেখবে, শুধু তুমি নিঃশ্বাসে-
আজ ফিরবোনা ঘরে
দিগ্বিজয়ের নেশায়।
এসো দীঘির পাড়ে বসি কিচ্ছুক্ষণ
তুমি-আমি আর প্রকৃতির
ঝিরিঝিরি বৃষ্টির দল।

1 comment:

 1. [url=http://www.digi-tails.com]1965 Mustang LED[/url]
  [url=http://www.digi-tails.com]1966 Mustang LED[/url]
  [url=http://www.digi-tails.com]1967Mustang LED[/url]
  [url=http://www.digi-tails.com]1968Mustang LED[/url]
  [url=http://www.digi-tails.com]1970 Mustang LED[/url]
  [url=http://www.digi-tails.com]1986 Grand National LED[/url]
  [url=http://www.digi-tails.com]1977 Camaro LED[/url]
  [url=http://www.digi-tails.com]1156 LED Reverse Bulb[/url]
  [url=http://www.digi-tails.com] ">El Camino LED[/url]
  [url=http://www.digi-tails.com] ">1980 Firebird LED[/url]

  ReplyDelete

Last 7 Days!

App