Monday, December 23, 2013

A Kemon Valobasa ( এ কেমন ভালবাসা )



আমি ভালবাসি কথাটি বলেও বোঝাতে পারিনি,
মনের গহীনে জায়গা কিনতে চেয়েও পারিনি,
আমি কাঁটার আঘাতে ক্ষতবিক্ষ হয়েছি শুধু,
শুকনো মরুর নিরস বালুতে জলের সন্ধান করেছি,
কোন অধিকার নেই কি কাছে আসার?

আমি হেয়ালির বিষন্ন বস্তু,
আমি উপহাসের বিলাস সামগ্রী-
ঐ হৃদয়কে স্পর্শ করতে পারিনি কখনো।

তবে- কোন একদিন বলেছিলে,
পথিক, তোমার বাড়ি কোথায়?
ভুলিনি-
শীতের কুয়াশায় মেঠপথ পাড়ি দেওয়া,
বর্ষার কাদাজলে কদম,
চৈত্রের দুপুরে আমের মুকুল
সবই এনেছি তোমার জন্য;
কিন্তু এ-মনের ভাষা বুঝেও না বোঝার ভান করেছ।
কখনো আমার অভাবে কাঁদনি,
কখনো আমায় মন থেকে ডাকোনি।
তোমার ভাবনার দুয়ারে আমার ছবি ভেসে ওঠেনি
আসতে পারিনি তোমার স্মৃতির পাতায়, স্বপ্ন গুলোতে।
এই অজানা পৃথিবীর রিক্ত মানুষটি
এখনো খুঁজে চলেছে ভালবাসার পথ।




No comments:

Post a Comment

Last 7 Days!