Wednesday, July 31, 2013

Potho Chea Thaki (পথো চেয়ে থাকি)

দিনের শেষে অবশেষে, আজিকে এ সন্ধ্যায়
কষ্ট দেখি মনের ভিতর, কে আমায় কাঁদায়।
উকিঁ দিয়ে তাকিয়ে দেখি, মনের ঘরের কোণে
সারাদিনের জমে থাকা দুঃখ কে গোনে।

একটু পরে প্রদীপ জ্বলবে, আঁধার চারিদিকে
সূর্য মামা পাটে গেছে, হলুদ রং ফিকে।
তোমার কথা ভেবে ভেবে মনে লাগে কষ্ট
মাঝে মাঝে আঁকড়ে ধরে আমায় অ-দৃষ্ট।

অবণীর মাঝে দুষ্ট বায়ু, বুকের মাঝে পাষাণ
দিনের আলোয় শুকিয়ে গেছে, ভরা নদী শশ্মান।
দুঃখ সয়ে কষ্ট পাই, হৃদয়ে লাগে ব্যথা
সন্ধ্যার সময় মনটা খারাপ, কই না কোনো কথা।

দিনের শেষে রাত্রি বেশে, আঁধার নামে ঘরে
কেমন করে বুকের ভিতর, তোমায় দেখার তরে।
ফিরে এসো আমার নিকট, নয়ন-পাতা ভিজে
কষ্ট পাই এখন আমি, ক্ষমা করো বুঝে।

শিয়াল ডাকে ঝোপ-ঝাড়ে, সন্ধ্যা নেমেছে ওই
বসে আছি একা একা, তুমি বন্ধু কই।
দুয়ার খুলে পথো চেয়ে, আমি থাকি একা
দিনের কথা ভুলে যাও, ফিরে এসো সখা।

হৃদয় মাঝে অনুভূতি মোর, নয়নে দেখি তোমায়
মনটা আমার কেমন করে, সন্ধ্যা যে কাঁদায়।
দুপুর বেলা বলেছি যা, ফিরিয়ে নিলাম বাক্য
অভিমান ভুলে ঘরে এসো, করতে চাই ঐক্য।

আমায় তুমি স্বস্তি দাও, ভুলে যাও দুখ্
পাশে বসে আমার তুমি, মনে আনো সুখ।
জ্বরে আমার শরীর পোড়ে, এসো-না ফিরে তুমি!
চোখের জল মুছিয়ে দাও, আমার প্রাণের স্বামী।


Tuesday, July 30, 2013

Tumi Sundor ( তুমি সুন্দর )

তুমি সুন্দর

তুমি বড় সুন্দর সখি, এই পৃথিবীর বুকে
এক গাল হাসি দেখি, তোমার রাঙা মুখে।
শিশুর মতো তাকিয়ে থাকো দূর আকাশ পানে
কত সুখের স্বপন আঁকো গভীর মনে মনে।

ঝর্ণার মত নির্মল, চঞ্চল, তুমি যে প্রেমময়ী
হাসির ঝলকে চমকে উঠি, যখন দেখি বিজয়ী।
মিষ্টি মুখের চাহনি খানি অতি দুষ্ট লাগে
এই মুখটি কখনো আমি, দেখিনি তোমার আগে।

ভারি সুন্দর চোখ দুটিতে পড়েছে একটু কালি
হাত পড়েনি ফুলদানীটায়, আজকে দেখি খালি।
অনেক ভাবনায় দেখি, তোমার ক্ষীণ জ্যোতি চোখে
তাইতো তুমি দেখছো কেমন চশমার ফাঁকে ফাঁকে।

লাল বসনের কন্যা তুমি, দেখায় ভারি মিষ্টি
তোমার পানে পড়লে চোখ, যায় না ফেরানো দৃষ্টি।
দূর গ্রামে বাড়ি তোমার, শুনি আমি যখন
আমি অনেক কষ্ট পেয়ে, মনে ভাবি তখন।

একটুখানি দেখেছি আমি, তোমার পানে চেয়ে
সেই দেখাতে বেসেছি ভাল, মন প্রাণ দিয়ে।
হাসলে তোমায় লাগে ভাল, চিকন ঠোঁটের ফাঁকে
ফুল ভেবে তোমায় সখি, খোঁপায় তুলে-না রাখে।

হাত দু'খানি কোমল অতি, পদ্মফুলের মতো
ফুলের চেয়ে সুন্দর তুমি, ভেবেছি তোমায় যতো।


Monday, July 29, 2013

Prem-a Porachi (প্রেমে পড়েছি)

তোময় দেখলে ভয় পাই, কেন জানি না
ভুল করেছি ক্ষমা করো, কানটা ধরো না।
সুন্দর তুমি অনেক ভাল, দেখি যখন তোমায়
কাছে আসলে ভয় দিওনা, সাহস দিও আমায়।

চাঁদের শোভা বদনে তোমার, দেখি আপন মনে
দূরে বসে ভাবছি তোমায়, কোন এক শুভক্ষণে।
তোমার কথায় যাদু আছে, কাছে টানে আমায়
আর কয়টা দিন সবুর করো, দেবো তোমায় সময়।

তোমার রূপের মায়ায় পড়ে, দিগন্ত গেছি ভুলে
তরী নিয়ে এসেছি তাই, নেবো তোমায় তুলে।
যাবে তুমি আমার সাথে, দুরে ওই নদী?
থাকবে তুমি পাশে বসে, সন্ধ্যা অবধি।

রূপসী, তুমি শশীর মতো, তোমায় চলে যাও?
বলেছি তোমায় কতো করে, আমায় একটু নাও।
আকাশ পানে দেখি যখন, তারা জ্বলে হাজার
তোমার সাথে কথা হবে, চাঁদনী রাতে আবার।


ভাবলে তোমায় হৃদয়-মাঝে, কাঁপন লাগে ভারি
আসছো তুমি চাক্কু হাতে, এখন কি-যে করি।
আর কখনো বলবো না, করো নাকো আড়ি
বললে তুমি রেগে গিয়ে, পিঠে দিও ছড়ি।

তোমার কথা শুনলে সবাই, তাকায় ঈর্ষা নিয়ে
বলছি তোমায় শোনো প্রিয়ে, করবে আমায় বিয়ে?
বলো যদি তুমি, ফিরে যাও- ভুল করেছি
তবুও আমি বলবো তোমায়, প্রেমে পড়েছি।


Sunday, July 28, 2013

Firi-a Daw ( ফিরিয়ে দাও )

শুধু অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়েছিল আমাকে
যেদিন তোমায় ছেড়ে গিয়েছিলাম অজানার উদ্দেশ্যে-
তোমার কোমল হাত আমায় ফেরাতে ডাকেনি,
                  মুখ ফুটে বলেনি, আমার ভুল হয়েছে-
শুধু নীরব স্তব্ধতা মিশে ছিল তোমার দু'ঠোঁটে।

     বির্দীন অন্তরে রাত জেগে জেগে কাঁদি আমি
     শুধু তোমার প্রতি ভালবাসার অনুভূতি নিয়ে।

আমি ফিরবো কি না জানি না তোমার ওই
                     কুসুমকোমল আদরের মায়াটানে,
তবে তুমি আজো কেন খোঁজনি এই আমাকে?

আমার ভালবাসা বুঝি অন্ধকারে বিলীন হয়ে যায়,
জোনাকী রাতে আলো দেয় না, চাঁদে অমাবশ্যা-
সন্ধ্যা আমাকে তোমার স্মৃতিতে বিচরণ করায়,
                      মনের গভীরে উত্কণ্ঠার জন্ম দেয়,
যা হারিয়েছি তা কি আর কোনদিন ফেরত পাব না!

Friday, July 26, 2013

Sei Mayati (সেই মেয়েটি)


দেখেছি তাকে প্রভাত কালে, কোন এক ফাল্গুনে

দাঁড়িয়ে ছিল একা একা বৃক্ষ-তরুর বনে।
প্রথম দিনেই শুনেছিলাম, সুন্দর একটা নাম
নামটি তাহার মধুমিতা- ভাটি অঞ্চলে গ্রাম।

Thursday, July 25, 2013

Mojar Sathi (মজার সাথী)


কতদিন বাদে দেখলাম তারে, আমার ভাঙা দুয়ারে

হাত ধরে, যতন করে, বসালাম চৌকি'পরে।
দেখলাম তার গায়ের বরণ, আগের চেয়ে ফর্সা
চন্দ্রিমার ওই আলো ফুটেছে, ভুলে অমাবশ্যা।

Monday, July 22, 2013

Arun Prata (অরুণ প্রাতে)

অরুণ প্রাতে

সোনা ঝরা সকাল বেলা
রোদের আলো করে খেলা।
পাশে বৃক্ষ সারি সারি
বোঝাতে সবি তোমায় নারি।
দোয়েল পাখির মিষ্টি গান
ভরিয়ে দেয় মনো-প্রাণ।

Saturday, July 20, 2013

Badol Dina ( বাদল দিনে )

বাদল দিনে

বৃষ্টি ঝরা বাদল দিনে বসে আছি একা
একটু খানি থামলে পরে, তোমায় যাবে দেখা।
সকাল বেলা বৃষ্টির জল ভিজিয়ে দিল উঠোন
আর তো দেরি সয়না, হৃদয়ে লাগে কাঁপন।

Friday, July 19, 2013

Didha-dondo ( দ্বিধা-দন্দ্ব )

দ্বিধা-দ্বন্দ্ব


আমায় তোমার ভাল লেগেছিল-

কিছু দ্বিধা, কিছু দ্বন্দ্ব
           কাছে আসতে দেয়নি-
তুমি দাওনি সাড়া ডাকের।

Thursday, July 18, 2013

Amar Sopno ( আমার স্বপ্ন )

আমার স্বপ্ন

তাকিয়ে থাকা দিনের মতো তোমার দুটি আঁখি
তোমায় দেখে গাইছে গান এ তোতা পাখি।
দিনের আলো বাসি ভাল তুমি যে আমার
রাতের আধারে কাঁদি আমি কথা ভেবে তোমার।

Wednesday, July 17, 2013

Bedona ( বেদনা )

বেদনা

কাঁজল কালো আঁখি তার ভুলিয়েছে মন
ভাবিনা তাকে ছাড়া কাউকে আপন জন।
নয়ন ভেজা জল করেছে ব্যথিত আমায়
স্মৃতিরা কেড়ে নিয়েছে সকল সুসময়।

Sunday, July 14, 2013

Ak Nodi Kosto ( এক নদী কষ্ট )

তোমার ছায়ায় মৃদু মায়ায় দেখেছি কতো সুখ
হৃদয় মাঝে মৃদঙ্গ বাজে আশায় বাঁধি বুক।
শুনেছি ওই প্রভাত কালে তোমার মুখের ভাষা
তোমার জন্য মৃত প্রাণ ফিরে পেয়েছে আশা।

রজনী তোমার কেমন কাটিছে শোনার মুখ নাই
অপরাধী আমি অনেক বড় ভাবছো তুমি তাই।
ভাল নেই তোমার শত্রু অবুঝ এই মন
কূল নায় কিনার নয়, আমি হারিয়েছি ধন।

একটি বাক্যে হৃদয় রাজ্যে নিয়েছিলে কতো কষ্ট
সেই ভাবনায় মনটা আমার হয়েছে পথো-ভ্রষ্ট।
ক্ষমা চাইবো প্রিয়ার পানে লাজে মুখ নত
হৃদয়ে আমার রক্ত ঝরে দিয়ে বুকের ক্ষত।

চায় যদি তোমার পানে অপরাধী এই মন
কষ্ট ভুলে আমায় তুমি করবে কী আপন?
আসতে চাই ফিরে আমি তোমার খুব কাছে
ফিরিয়ে দিও না তুমি, ভয় লাগে পাছে।

তোমার জীবনের শুভক্ষণে রাখবে একটু আমায়!
ক্ষমা ক হৃদয় থেকে দেবে কী খানিক সময়?
বাঁচতে চাই তোমার সাথে কষ্ট হলেও শত
মান ভুলে আমায় তুমি করো তোমার মত।

কষ্ট পেয়ে বুকের মাঝে আটকে যায় দম
কথা না কইলে তুমি, ব্যথা পাথর-সম।
তুমি বিনা শূন্য লাগে মনো-রাজ্যের অঙ্গন
ফেলোনা তুমি আমায় ফিরিয়ে দিয়ে মন।

চেয়েছি ক্ষমা তোমার নিকট দিবা-রাত্র ভাগে
তোমায় ছাড়া আমার জীবন বড়ো একা লাগে।
বলছি আমি ভুল হয়েছে হয়নি বলা উচিত
হৃদয়খানি ভাঙছে আমার বুকের পাঁজর সমিত।

ক্ষমা করো গো প্রিয়া ভুলে সব বিদ্বেষ
তুমি ছাড়া সময় আমার কাটে নাকো বেশ।
বারংবার পড়ে মনে সকাল-দুপুর সাঁঝে
আর তুমি কষ্ট দিও না এই হৃদয় মাঝে।

দাও না, দাও না অপরাধ ক্ষমা করে
পারছি না আমি আর, যাবো কিন্তু মরে।
কিছুই লাগে না ভাল তোমার কথা ভেবে
মুখটা ফিরিয়ে নিও না কষ্ট দিয়ে এভাবে।

আসে না ঘুম রাত্রি আমার ক্ষমা পাওয়ার আশায়
রাত পেরিয়ে ভোর হয় ক্ষমা করোনি আমায়।
আমি কতোবার বলবো তোমায় কষ্ট-হৃদয় নিয়ে
আশা আমার পুরেনি প্রিয়া সময় যায় যে বয়ে।

করো একটু দয়া মানবী, তুমি আমার প্রিয়া
রক্ত ঝরে ভেসে যায় আমার কোমল হিয়া।
করতে ক্ষমা আমায় তোমার এমন কী ক্ষতি
মরছি আমি ধুকে ধুকে পড়ছে মনে স্মৃতি।

আর কতবার বলবো, করেছি বড়ো ভুল
তুমি ছাড়া হারিয়ে গেছে আমার সব কূল।
কষ্ট হৃদয়ে ভাবছি তোমায় অনেক বেদনা নিয়ে
শান্তি দাও আমায় তুমি একটু ক্ষমা দিয়ে।

পারছি না বলতে আমি হৃদয় ছিঁড়ে যায়
পারলে আমায় ক্ষমা করো মনে যদি চায়।
সইতে পারি না হৃদয় ব্যথা, হয়ে গেছি নষ্ট
বুকে আমার বইছে ধারা এক নদী কষ্ট।

Friday, July 12, 2013

Mone Pore ( মনে পড়ে )

g‡b c‡o

wi³vi wi³Zvq Kuv‡` †gvi Rxe‡bi wnqv
bv cvwi KB‡Z †m K_v KvD‡i wMqv|
Zzwg †Zv wQ‡j †gvi GB ü`q Ry‡o
Kv‡U bv mgq GKv Gw`K †mw`K Ny‡i|

Thursday, July 11, 2013

Nivrita Kanna ( নিভৃতে কান্না )

wbf„‡Z Kvbœv

‡n bvix, Avwg RvwbÑ
wbf„Z wbivjvq Zzwg Kuvw`‡Qv Kvnvi jvwM
‡Zvgvi jvwMqv AvwgI Nywi, c‡_ c‡_ weevMx|
Aš—‡i †Zvgvi we‡li R¡vjv, bv-cv‡iv KvD‡i KB‡Z
‡Zvgvq †`‡L cÖK…wZI Zv-bv cv‡i mB‡Z|

Monday, July 8, 2013

Nissongota ( নিঃসঙ্গতা )

wbtm½Zv

PZzw`©‡K †`wLwQ meyR ebvbx ewmevi RvqMv bvB
Kvnvi cv‡b PvB‡ev Avwg †K w`‡e VuvB?
gbUv Avgvi wen½ nBqv AvKvk cv‡b hvq
‡iŠ`ª Qvqv awi‡Z Avgvq wc‡Q wc‡Q avq|

Tuesday, July 2, 2013

Aviman ( অভিমান )

Awfgvb

hvq P‡j IB, bv hvq †`Lv
¯§„wZ ¸‡jv †d‡j †i‡L `~‡i GKv|
wd‡i wd‡i †`‡L †m nvZ bvwo‡q
gy³ †K‡k evZvm †`q Iobv Dwo‡q|

Last 7 Days!