Monday, July 22, 2013

Arun Prata (অরুণ প্রাতে)

অরুণ প্রাতে

সোনা ঝরা সকাল বেলা
রোদের আলো করে খেলা।
পাশে বৃক্ষ সারি সারি
বোঝাতে সবি তোমায় নারি।
দোয়েল পাখির মিষ্টি গান
ভরিয়ে দেয় মনো-প্রাণ।


পুকুর পাড়ের মুক্ত হাওয়
তাইতো সেথায় অবাধ যাওয়া।
তুমি পাশে দাঁড়িয়ে ছিলে
এলোমেলো খোলা চুলে।
দেখেছি তোমার মুক্ত কর
বলতে গলায় আটকাইলো স্বর।

গাছের পাতা কাঁপছে ধিরে
রবির আলো উঠেছে শিরে।
চরণ দু'খানি কোমল ভালো
চুলটি তোমার ঘন কালো।
কাঠ-বিড়ালী জোড় বাধে
এক অন্যের কাঁধে কাঁধে।

রাস্তা পাশে দাঁড়িয়ে তুমি
তাকিয়ে ছিলাম তোমাতে আমি।
হাতের উপর নীল শিরা
আঁখিযুগল রঙে ভরা।
গাছের পাতায় আলোর বাধা
তুমি আমি আধা-আধা।

1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!