Saturday, August 31, 2013

Asechi Fira ( এসেছি ফিরে )

এসেছি ফিরে


আমি বাদল ধারায় দেখেছি তোমায়
উন্মুক্ত খাঁচার পাখি রূপে
তোমার ঘরের শিখরে রাখা শিমের মাচানে,
জোছনার প্লাবন ঘটে যেথায় বারেবার।

আমি ঘুরে, ফিরে এসেছি
সমুদ্র-কিনার হতে,
তোমার স্বপ্নীল বাসনা পুরিতে;
কোথাও প্রাচীর দিওনা এঁকে

তোমার আমার মাঝ বরাবর।

আমি, এখানেই ঘুমোবো,
পাতায় জড়ানো আদরে
বাদলের রিনিঝিনি নুপুর পায়েতে
তুমি বসিও মস্তক নত করে।

কোথাও এক টুকরো শুষ্ক নেই
স্পর্শ-শীতল বর্ষন ধারার কোলেতে,
নন্দিত বিজলীর চমকে তুমি
আছড়ে প'ড় এ কোমল দু'টি বাহুতে।


Friday, August 30, 2013

Pan-Kowri ( পানকৌড়ি )

পানকৌড়ি

গোধুলির বিল ছাড়ি উড়ে যায় পানকৌড়ি
শত মাইল এভাবে দেয় তারা পাড়ি।
নীলিমার বুকে উড়ি, রেখে যায় পদচিহ্ন-
ধেনু রবে ফিরে যায় খেয়ে লতা-তৃণ।

আঁধার নামিছে চারিদিকে, নাই কোথাও দিশা
অবুঝ পানকৌড়ি ডাকে ভয়ে অমানিশা।
একাকি পথে যেতে যেতে বলিছে যেন কিছু
হারিয়ে ফেলিছে সব সঙ্গী, নেই কেউ পিছু।

শ্রাবণের নদী-কূলে নাই কোন তরী
চারিদিকে ঘন কুয়াশা যেন আন্দাজ করি।
নোঙর ফেলিবেনা কোন মাঝি এ-কূলে?
অচেনা লাগিছে সব, গেছে পথ ভুলে।


Nibedon ( নিবেদন )


নিবেদন

আমি তোমায় খুঁজেছি পাহাড়ি সমতলে,
মরুর তপ্ত বালুতে, সিন্ধু-সিংহলে,
সঙ্গিতে, জ্বলজ্বল করা নক্ষত্রের মাঝে
অসংখ্য প্রদীপ জ্বেলে সাঁঝে।

তোমার নিঃশ্বাস পড়েছে আমার বুকেতে
তুমি দুলে উঠেছো মন-আকাশ মেঘেতে।
আমি কল্লোলে মেতেছি,
তরুতে গেয়েছি,
প্রেমের সলীলে ডুবেছি-
তুমি অশান্ত করেছো আমায়
মোহনায় মিলিত নদীর মতো ইশারায়।

চন্দ্রের শুভ্রতায় চেয়ে দেখেছি
সেখানেও তোমায় খুঁজে পেয়েছি;
আমি খূঁজেছি বনানীর বুকে
একাএকা সুখে-দুঃখে
নদীটির ঢেউ গুনে গুনে মাঝির চোখে;
সবুজের ছায়তলে দাঁড়িয়ে
একগোছা রজনীগন্ধা নিয়ে
নিবেদন করিতেছি ভালবাসা আলোতে হারিয়ে।


Wednesday, August 28, 2013

Priotoma ( প্রিয়তমা )

প্রিয়তমা


আমি ভূমধ্যসাগর দেখেছি তোমার নয়নে-
তুমি সীমাহীন আকাশনীলা আমার ভুবনে।
স্বপ্নীল ভালবাসায় জড়ালে বাহুডোরে
আমায় নিয়ে যায় রবির আলো, কাক ডাকা ভোরে।
তুমি অনাকাঙ্খিত বৃষ্টির ফোঁটা, শীতল
প্রেমময়ী সাগরীকা সীমাহীন অতল।

আমি এলোচুলে বালুকার টুকরো দেখেছি
বিরামহীন নদীর নৌকা চলায় খুঁছেছি।
এই-তো ভালবাসার সিড়ি বেয়ে এলে
শূন্য ভুবনে অপরাজিত বাঁধনে জড়ালে-
আমি মুগ্ধ অনন্ত প্রেমময়ী রূপ দর্শনে
আমি তুষ্ট স্ব-গতির হাত চলা বাঁধনে।


Tuesday, August 27, 2013

Rup Nogorer Nagor ( রূপ নগরের নাগর )

রূপ নগরের নাগর



বাদলের হাওয়া বইছে প্রাণে
খুশি খুশি বউ, ডাকছে ও-খানে,
কইবে কথা সঙ্গোপনে-
আঁড়াল ক'রে চোখের পাতা
     দৃষ্টি করে চুরি-
লুকানো খাতা  ছিড়বে আজি
    প্রেমের দৌড়াদৌড়ি।


তুমি কোন-সে কূলের নাগর
         কইতে লাগে দেরি?
লাজ-তো আমার অনেক আছে,
     তোমারটা দেখে মরি;
চেয়ে দেখ আঁখি আমার হরিণীরূপ ডাগর,
ও-গো তুমি চাওনা ফিরে রূপনগরের নাগর।


রাজ কন্যে বধূ আমার,
বাদল দিনে শুকায় কেন বুক?
প্রেম-দিওয়ানা হইলে মনে
           মিটিত সকল সুখ।


আসলে কাছে বুঝবে তবে
     প্রেমের হরেক রূপ,
বাসর ঘরে বুঝবে ঠেলা
        প্রেমের অনল-কুপ।


Monday, August 26, 2013

Sondha Tarar Alota ( সন্ধ্যা তারার আলোতে )

সন্ধ্যা তারার আলোতে


তুমি ভেসে এসেছো রাতের আকাশে
             অখন্ড গোলাকার মূর্তিতে;
আমি প্রদীপ জ্বেলেছি সন্ধ্যার বাতাসে,
নিভে গেল দারুন গতিতে।

এ-আলো তোমার রূপের করাতে,
এ-রাত তোমার স্বপনের ছোঁয়াতে
ভ'রে উঠেছে অসংখ্য বাতির সম্প্রীতিতে।
সেই চঞ্চল হাওয়ায় মৃদু কাপন
আলোড়িত নদীর পানির ঢেউয়েতে
       সবাই করে মৃদু আলাপন।

তোমার হাতে এ-হাতটি শুয়ে আছে
      সন্ধ্যা-তারার আলোতে-
আমি সম্পূর্ণ, আমি ধন্য
তোমায় পেয়ে এ-পৃথিবীতে---।


Sunday, August 25, 2013

Firta Chay ( ফিরেতে চায় )

ফিরেতে চায়


শুকনো পাতা- ভিজে গেলো কুয়াশায়
        দুলে সজীবতার নেশায়;
              তবুও হয়নি সজীব-
এ-যেন মিথ্যে আশায় বেঁচে থাকা
            রহস্যূময়ী আ-জীব।

প্রাণ নেই, শষ্কতা
    সবুজ নেই শুধু জড়তা
ঘিরে আছে- অনেক দিনের বার্তা
লেখা আছে পাতার খামে- অনেক ব্যর্থতা
প্রশাখায় জড়িয়ে কেঁদে ওঠে
            নির্মম দু'টি ঠোঁটে।

আর হবে না বৃক্ষে ফেরত যাওয়া,
আর হবে না বাতাসে দোল খাওয়া।
শুকনো পাতা ঢেকে গেল আরো পাতায়;
শক্তি ফুরিয়ে নিঃশ্বাস থেমে যায়,
আবার বাতাসের কম্পে উঁকি দেয় মনে-
ফিরতে চায় বৃক্ষের সবুজদীপ্ত বনে।


Saturday, August 24, 2013

Niotir Khel ( নিয়তির খেল )

নিয়তির খেল


সাদা পাঁপড়ী দোলানো শাপলা ফুল
তুলে এনেছিলাম সেই উত্তরের ঝিল থেকে,
তুমি দেখতেও চাইলে না;
চাঁদের মতো চেয়ে থাকা ফুলগুলো
ফোটাতে পারিনি মুখের হাসি-

কান্না এসেছিলো দু'চোখের পাতায়,
নিয়তির হাত থেকে ফেরাতে পারিনি,
স্তব্ধ হয়ে গেলো আকাশটা মুহুর্তে।
কোন খেলায় মেতেছো আজ বলতে পারো?

এ হাত, ও হাত,
স্বপ্নের দিন গুনে কেটে যায়-
শুধু শুধু বেঁচে থাকা,
কষ্টকে বুকের মাঝে পুষে রাখা।
আরেকটা হাতের প্রত্যাশা-

ভুল-ভ্রান্তি সবই বিচ্ছেদের কারণ।
বিন্দু শিশির হলেও পা-কে ভিজায় 
কিছুটা পদক্ষেপে।
বারবার প্রত্যাশার হাতকড়া পরতে
অস্বস্তি-ঘৃণা জন্মায় অন্তরের চিলেকোঠায়,
এবার তার নির্মূল হবে অতল পানিতে।


Friday, August 23, 2013

Rongo Moncho ( রঙ্গমঞ্চ )

রঙ্গমঞ্চ


শৈশব রবি'র সোনালী কিরণে
সবুজ ঘাস চিকচিক করে উঠে,
হাত ছোঁয়ালেই শীতল দোলা দেয় অন্তরে-
রবি-তাপে তুমি চুপসে যেওনা;
বড়ই ক্ষণিক তোমার প্রকৃতি।

কৈশরে বৃষ্টি-ঝরা আকাশ, সবুজে ভরা মাঠ
প্রিয়া, তুমি দাঁড়িয়ে থেকো না
নেমে এসো বর্ষার রিনিঝিনি ছন্দে।


যৌবনা, তুমি মধ্যাহ্ণে,
ঠিক যেন মাথার উপরে,
তোমাকে দেখলে নয়ন ঝলসে যায়-
কতো রূপ আর তেজদ্বীপ্ততা।
এ যেন প্রকৃতিতে রঙের মেলা।

হিসেবের পড়ন্ত বিকেল , কমলার ছটা,
দীপের ক্ষীণতা, পাখিরা ঘরে,
শুধু তোমায় দেখার অপেক্ষায়।

বার্ধক্যের প্রান্তরে বৃক্ষরাজিতে মিলিয়ে গেল,
চতুর্দিক নিস্তব্ধ, অন্ধকার।
ঝিঁঝি পোকা ডেকে উঠেছে
ফসল নষ্ট করতে,
সেখানে রজনী হয়েছে সঙ্গী।


Thursday, August 22, 2013

Sopner Vubone ( স্বপ্নের ভুবনে )

স্বপ্নের ভুবনে


অনন্ত ভালবাসা জেগে থাকে হৃদয়ে
কখনো উঁকি দেয়- কখনো বা দুঃসময়ে।

যখনি আধার আসে নীলিমার বুকে
মধুর রাত্রি- ভালবাসে দু'চোখ দেখে।

স্বপ্ন এঁকে যায় অজানা পরী
সেথায় দুয়ে মিলে মনের ভুবন গড়ি।

বেদনারা দূরে যায় ভালবাসার ছোঁয়ায়
হাত ধ'রে যবে বসি চন্দ্রিমার আভায়।
দীপজ্বলে সন্ধ্যায় দেবতার প্রীতিতে
মন ভাবে ভালবাসা পুজনীয় স্মৃতিতে।
সুখ নয়, অসুখ নয়, ভালবাসা শুধু
এ-যেন অমৃত, না-হয় মধু।


Bedonar Dhew ( বেদনার ঢেউ )

বেদনার ঢেউ


আমি আশার বুকে বেদনার ঢেউ তুলে
আছড়ে পড়বো সুখের কিনারায়
অনাবিল কাঁশফুলের দোলায়;
মত্সর ফুর্তিতে তোমার বসবাস শোভা পায়-
আমি লুকিয়ে থাকি শ্বেত শঙ্খের গহ্বরে,
মেঘেতে ক্রন্দন আনি অঝর ধারায়,
আরো ঝড় তুলবো স্বপ্নের বিছানায়;
তুমি শাঁখের করাত হয়ে ভ'রো ছলনায়।

আমি কলমী লতার ফুলে দোলা দিয়ে
বাতাসে ভেসে করবো তোমায় আলিঙ্গন,
তুমি অস্ত্রধারে বিচ্ছেদ ক'রো
বিবাদের ঘন বরষায়;
আমি অনন্ত আকাশের বালিহাঁস,
বাতাস দিয়ে যাবো,
মৃদু মৃদু দু'চোখের পাতায়;
তুমি খবর নিয়ো আমায় দেখার আশায়।

আমি কোলাহলে হাসির মাঝে
কণ্টক জড়ানো গোলাপ-রূপে তোমায় দেখবো
ছুঁ'তে চাইবো না হৃদয়ের টানে
নিজেকে ভরিয়ে দিতে বেদনায়-

আমি চন্দ্রনীলের আধারে উঁকি দেবো
বাক্স ভর্তি উড়ো চিঠির ঠিকানায়,
আর রইবো না তোমার সাধনায়-
তুমি যত পারো ভরিয়ে দিয়ো যাতনায়।


Tuesday, August 20, 2013

Mon Chaiche ( মন চাইছে )

মন চাইছে

বৃষ্টিতে ভেজা কদম,
সৌন্দয্য ঘেরা প্রকৃতি-
তোমার স্পর্শ মিশে থাকে হাজার রেনুতে;
অনাকাঙ্খিত বার্তা নিয়ে আমি ছুটে আসবো তোমার দুয়ারে
কদম আহরনে।

সুখ সন্ধিক্ষণে আপন বিলিয়ে
দুটি বাক্যে খুঁজে নেবো পরিচয়ের দুর্লভ প্রাপ্তি-
এই বৃষ্টিতে যার মাধুয্য ছুঁয়ে যায় মন,
তার সম্মুখ হতে ফিরে
বড় মুগ্ধ হয়েছি ভালবাসার প্রতি।
হলদে কদম তরুর বনে, মেহগনির ছায়ায়
আর একবার দাঁড়াতে মন চাইছে।

Monday, August 19, 2013

Moddho Rater Chad ( মধ্য রাতের চাঁদ )

মধ্য রাতের চাঁদ


এখনো রজনীগন্ধার সুবাস ফুরাইনি,

গোলাপটি ফোটার জন্য প্রস্তুত

      কাননের এক কোণে লুকিয়ে থাকা ডালে।

---শুধ আমার প্রিয়া কাঁদছে বলে

আমি ঘুমোয়নি-

স্বপ্নটা ভেঙে গেল মেঘেদের অশ্রু-জলে।



ধীর-চলা শামুকের পায়ে পায়ে ভালবাসার যাত্রা,

অনেকে বকুলকে মালা গেঁথে পরেছিল

শুকনো ঘাসের বুক থেকে কুড়িয়ে......



কোথাও ঠাঁই মেলে নাই-

একাকী নীরবে মেঘের আঁড়ালে লুকাতে চায়,

শুধু মিথ্যে আশ্বাসের তারকায়।

অস্ত গেছে কখন, সেই সূর্য!

এখন মধ্য রাতের চাঁদও যেতে বসেছে,

তাই অশ্রুঘন বরষা নামে নয়নের পাতা-জুড়ে

গভীর রাতের সাধনায়।



Sunday, August 18, 2013

Ajanay Pari ( অজানায় পাড়ি )

অজানায় পাড়ি


তোমার ঠিকানা আমার জানা নেই-
বাইর দুয়ারে শুধু কড়া নেড়ে যায়
             অচেনা লোক;
জেনেছি যেটুকু,
তাতে ঘর বাঁধা যায় না,
তাতে কাছে আসা যায় না।
কারণ, আমার ডাক তুমি শুনতে পাবে না,
তোমার আমার মঝে অনেক দুরত্ব-প্রাচীর-

কিভাবে ডাকবো তোমায়?
তুমিতো দাওনি তোমার ঠিকানা,
শুধু আমারি কথা ছিল,
       ছুটে যাওয়ার।

আশার প্রহর গুণে দেখা মেলে না,
মেলে না তোমার সৌরভ;
ফিরে এসেছি তাই রিক্ত হাতে,
আপন ঠিকানায়,
      আপন কুঠিরে।


Saturday, August 17, 2013

Tomay Harate Debo Na(তোমায় হারাতে দেব না)

তোমায় হারাতে দেব না

কত সাধনায় পেয়েছি যাকে
তাকে হারাতে চাই না রাজ্য পেলেও;

মমতাজই হোক আর সাজাহান হোক
আমিও কম নই কিছুতে-
আমারও জমিন আছে
         কোটি একর, বুকেতে।
তাজমহল নয়, উষ্ণ আদরের বাড়ি
সোনা-দানা নয়, আছে শুধু জড়ি।

আমি নিঃস্ব হতে পারি, তবে কাঙাল নই
প্রেমের রাজ্যের বীর সৈনিক
                    ভালবাসায় থৈ থৈ।

আমারও স্বপ্ন আছে তাকে ঘিরে,
না-হয় পাবো না প্রতিদান
           শিরি-ফরহাদের মতো মরে।
তবুও ছেড়ে যাবো না তাকে
                রাখবো বুকেতে ধরে।


Friday, August 16, 2013

Ami Chol-lam ( আমি চললাম )

আমি চললাম


আমি দুঃখিত-
তোমার ব্যস্ততার মাঝে বিরক্ত করে
অনেক মূল্যবান সময়কে নষ্ট করে দিয়েছি;
ভেবেছিলাম,
বিকেলের অবসরে তুমি বসে আছো
সবুজ বনানী-ধারে এক মুঠো কাঁশ ফুল হাতে নিয়ে।
তাই তোমার সামনে এসে দাঁড়িয়েছি-
বিকেলে নদীর না পেয়ে।

এখনো বেণীটা বাঁধোনি তুমি?
চোখেতে কাঁজল আঁকোনি?
শুধু নীরবে দাঁড়িয়ে কেন?
খুশি হওনি আমায় দেখে এ সময়ে?

ঠিক আছে!
চলেই যাবো, দূরে---- বহুদূরে কোথাও।
আমিতো ভিন্ন মানুষ, মেশে না তোমার সাথে,
অনেকের চোখের কাঁটা, ইদুর- কপালে আমার-
আমি চললাম অসীমের কল্পনা থেকে শত যোজন দূরে....
একবার শুধু ফিরে তাকাও!

Thursday, August 15, 2013

Andhokar Valo Lage (অন্ধকার ভাল লাগে)

অন্ধকার ভাল লাগে

তোমার সাথে ভাবটা
          আমার জমে উঠেছে-
     আগে দেখা হয়নি বলে
কথাগুলো স্মৃতির অতলে তলিয়ে ছিল,
      এখন উন্মিলিত হয়েছে ।

তোমার হৃদয়ে অবস্থান করি
           তোমার প্রেমে উদ্ভাসিত আমি-
দীঘল চোখের মায়া জড়ানো হাসি
     সপ্তসিন্ধু পার করে এনেছে আমাকে ।

তোমার সাথে ছন্দ পাতিয়েছি
     তোমার সাথে নিজেকে জড়িয়েছি
অদ্ভূত ভালবাসার বন্ধনে ।

রূপের জোয়ার তোমার নাইবা থাকলো,
      ভালবাসা তো আছে অন্তরে!
না---কি ভুল বললাম?

সবাই সবাইকে ভালবাসে না
                    আমিও তেমনি-
শুধু তোমায় ভালবাসি;
                  অন্ধকার ছায়ার মতো
তুমিই তো আলোটাকে চেনালে।
    তুমি বিনা আলো মূল্যহীন,
তাই অন্ধকার আমার ভাল লাগে।

পৃথিবীতে এমন অনেকেই আছে, যারা অনেকের কাছে দেখতে সুন্দর না। সেই দেখতে সুন্দর না ব্যক্তিগন( মেয়েরা ) নিজেদের অনেক পাপী মনে করে। কিন্তু এতে তাদের কোন দোষ নেই। আমরা সবাই মানতে পারি না আলোর নিচে অন্ধকার থাকে, অন্ধকার বিহীন আলোরও তেমনি মূল্য নেই।



Kotha Kow (কথা কও)

কথা কও


সন্ধ্যা তারার কোনটাই জ্বলেনি-
               দীপ জ্বলেছিল সাঁঝে ?
আসতে দেরি হয়ে গেল বুঝি, পার্বতী!
- না এখনো চলছে
        টিক টিক ঘড়ির আওয়াজ
        হাতের উপর-

কখন সন্ধ্যে হয়ে গেল
        বুঝিনি ধুম্রজালে জড়ানো অচেনা শহরটাতে,
     অন্ধ হয়ে গিয়েছিলাম রাজপ্রাসাদে চেয়ে থেকে-
    একটুখানি করোনা সবুর!

        কোথায় তোমার খালি হাতটা?
দেখ, সোনার বালা এনেছি,
       অযথা শুয়ে থাকার মানে হয় না-
                      সাজাও না ঘরটা।

কৈ, থেমে গেলে যে!
               কথা কও,
ও----- এই বালা বুঝি পছন্দ হয়নি?
        নাকি অভিমান করেছো দেরি হতে দেখে,
একবার দু'নয়ন খুলে কথা কও!



Wednesday, August 7, 2013

Aso Sobai (এসো সবাই)




Eid Upohar (Ma) =>ঈদ উপহার (মা)

ঈদ উপহার (মা)

আমি অসছি-

      ঈদের শাড়ী, বোনের ঘড়ি
সবটাই কিনেছি, নিজেরটা ছাড়া।

আদরের সবটাই জমিয়ে রেখেছো-
         আমি ফিরছি বলে
এখনো পথ চেয়ে বসে আছো ভাঙা দুয়ারে।

এই তো কয়েকটা দিন,
          ছোট ভাইটার পাঞ্জাবি,
বাবার একটা জায়নামাজ-
এখনো কিনতে পারিনি লাল রঙের চুড়িগুলো

ভেবো না, সবটাই জোগাড় হয়ে যাবে,
         তোমার দোয়ায় সবটাই পারবো,
শুধু, আর কয়েকটা দিন!



Tuesday, August 6, 2013

Moner Mitali (মনের মিতালি)

মনের মিতালি

আজ বরষায় অন্যরকম আমেজে
সেজেছো তুমি, মনের মিতালী মিতু-
ঘন-কালো অন্ধকার করবীতে
হাসনাহেনার সুবাস
আমাকে করেছে ব্যাকুল-
আমি আলোতে পথ হারিয়ে ফেলি
তোমার নয়ন-পানে চাইলে


এখনো ভাবার কিছু নেই,
প্রেমে পড়েছি তোমার কালো চুলের
সুগন্ধ জড়ানো হাসনাহেনার সাদা ধবধবে পাপড়ীর
মনের মিতালী মিতু-
স্বপ্নের মধুর অনুক্ষণে তোমার নয়নদ্বয়
উজ্জ্বল হাসিতে ভরে ওঠে,
সেই অনুক্ষণে আমার একটুকরো
প্রীতি শুভেচ্ছা উপহার রইলো মিতু


Monday, August 5, 2013

Valobasar Ful-bagan (ভালবাসার ফুল-বাগান)

ভালবাসার ফুল-বাগান

সকল তারকা আকাশের

তোমার দিকে তাকিয়ে আছে রূপের মায়ায়
অসংখ্য, অজস্র মেঘমালা
ছোঁয়া দিয়ে যায়,
দেখা দিয়ে যায় ভালবাসার ছোট্ট নীড়ে।

আমার দৃষ্টি তারকাতে গিয়ে ফিরে আসে
তোমার মুখটা দেখে।
তোমার প্রতিচ্ছবি ভাসে ওই তারকায়
তোমার দু'চোখ দেখি ওই তারার মাঝে।

মর্তের শশী, 
তুমি আকাশ-তারকার দেবী
এ-ভূবনের শশী তুমি
আমার হৃদয়ে তাই তোমার বসবাস।

জ্যোতিষ্ককে দূরে ঠেলে তুমি মর্তে নেমেছো
তুমি চঞ্চলা, তুমি সুন্দর, তুমি অপরূপ স্বর্গ পরী-
আজকে তোমায় নিয়ে হবে
আমার নতুন দিনের শপথ,
নতুন করে উদ্ভাসিত হবে
তোমার আমার ভালবাসার ফুল-বাগান।

Thursday, August 1, 2013

Asomo Prem (অসম প্রেম )

অসম প্রেম

বয়স একত্রিশ- তুমি আমার প্রিয়তমা
ভালবেসে বসাইনি দাড়ি, বসিয়েছি কমা।
তুমি আমার প্রিয়তমা, তুমি যে প্রাণ
আশায় বেধেছি বুক, ভালবাসার টান।

বয়স একটু বেশি- দিলে না মূল্য আমায়
কি-বা এসে-যায় - ভালবাসি শুধু তোমায়।
তোমায় দেখে পাগল- সমুদ্রের বুকে ঢেউ
এ ভালবাসা তোমায় দিতে পারবে না কেউ।

বয়স একুশ- আমি তোমার প্রিয়তম
তাই তোমাকে, এটাই কি শুধু ভ্রমো।
আমি তোমার প্রিয়তম, শূন্য হাত ফেরালে
মানুষ মনে হয়নি, তুমি এ-কি করলে।

বয়স একটু বেশি, মেনে নাওনি হৃদয়ে
শুনেছো...! ভালবাসা মানে না বয়স- এরূপ যুদ্ধ জয়েও।
বীর সে-তো বীর, বয়সে কি এসে-যায়
মর্যাদা দিলে না, এইরূপ ছোট্ট তারকায়।

ভালবাসার সম্মুখে দাঁড় করালে দেয়াল
হৃদয় থেকে ভাবো, বশে নয়তো খেয়াল।
ভালবাসি শুধু, দেখিনি বয়স তোমার
এটা অপরাধ, বলেছো তুমি- প্রার্থী ক্ষমার।

কেন তুমি ভালবাসা- মন দিলে বিধাতা
মন যদি তুমিই দিলে, তুমিই হবে ত্রাতা।
একত্রিশ, ভেবে দেখ অন্তরায় গোপনে
বিয়ে ক'রো পঁয়ত্রিশ, আমায় রেখে মরণে।


Last 7 Days!