Monday, August 19, 2013

Moddho Rater Chad ( মধ্য রাতের চাঁদ )

মধ্য রাতের চাঁদ


এখনো রজনীগন্ধার সুবাস ফুরাইনি,

গোলাপটি ফোটার জন্য প্রস্তুত

      কাননের এক কোণে লুকিয়ে থাকা ডালে।

---শুধ আমার প্রিয়া কাঁদছে বলে

আমি ঘুমোয়নি-

স্বপ্নটা ভেঙে গেল মেঘেদের অশ্রু-জলে।ধীর-চলা শামুকের পায়ে পায়ে ভালবাসার যাত্রা,

অনেকে বকুলকে মালা গেঁথে পরেছিল

শুকনো ঘাসের বুক থেকে কুড়িয়ে......কোথাও ঠাঁই মেলে নাই-

একাকী নীরবে মেঘের আঁড়ালে লুকাতে চায়,

শুধু মিথ্যে আশ্বাসের তারকায়।

অস্ত গেছে কখন, সেই সূর্য!

এখন মধ্য রাতের চাঁদও যেতে বসেছে,

তাই অশ্রুঘন বরষা নামে নয়নের পাতা-জুড়ে

গভীর রাতের সাধনায়।1 comment:

Last 7 Days!

App