Sunday, June 30, 2013

Ghumhin Rat (ঘুমহীন রাত)

Nygnxb ivZ

MZ iv‡Z Avwg Nygv‡Z hvBwb
‡Kb, †mB K_v Zzwg †kvbwb|
Avgvi KweZvi LvZvwU nvwi‡q wM‡q‡Q
LuyR‡Z mgq †K‡UwQj Zvi wc‡Q|

Thursday, June 27, 2013

Antodohon (অর্ন্তদহন)

Aš—`©nb

ARmª my‡Li Avkvq w`K& fywjqv Kwijvg ågb
‡Zvgvwi Kzmyg †Kvgj ü`q iv‡R¨i †`wLqv ¯^cb|
PÂjv nwiYx bqb Zvivq †`wLqvwQjvg gg Qwe
cvBe wK-bv cvBe ZvB Kwi wbqwZi Kv‡Q `vwe|

Tuesday, June 25, 2013

Bakulota (ব্যাকুলতা)

Download Jolsobi
MS Word
e¨vKzjZv

Zywg wQ‡j mv_x †gvi AeyS evj¨ Kv‡ji
cvVkvjv‡Z †Zvgvi nqwb hvIqv mv‡_ mK‡ji|
‡QvÆ Kv‡j cyZzj †Ljvq †g‡ZwQjvg `yB Rb
Zzwg fvj‡e‡mwQ‡j Avgvq, Avwg eywSwb †Zvgvi gb|

GKw`b †Zvgvq GKjv †d‡j wf‡owQjvg cÖev‡m
ü`q Lvwb †gvi KwVb wQj bexb eq‡m|
`~i cÖev‡m Kv‡U bv Avgvi mKj mgq
Kv‡Ri duv‡K duv‡K Lye g‡b c‡o †Zvgvq|

BU-cv_‡ii KwVb kn‡i †d‡U c‡o‡Q we‡`ªvn
‡`k i¶vq †e‡o †Mj Avgvi `vi“Y AvMªn|
gv‡S gv‡S g‡b c‡o meyR MÖvg Lvwb
mgq †cwi‡q‡Q, AvR Zzwg n‡qQ A‡b¨i Niwb|

ZLbI hvqwb ‡evSv, ïayB †`wL †Zvgvi k~b¨Zv
my‡Li w`b ¸‡jv †Zvgvi fwi‡q w`‡qwQ e¨vKzjZv|
‡Zvgvq c‡o g‡b wbf„Z GB Ni †Kv‡Y
Rvwb, my‡L †bB Zzwg Av‡Qv `ywL g‡b|

Monday, June 24, 2013

Smiritir Bedon (স্মৃতির বেদন)

¯§„wZi †e`b

Nygš— Av‡MœqwMwi R¡‡j D‡V‡Q GB ü`‡q                       
cÖvYUv eywS ‡Ku‡` D‡V wb`vi“Y f‡q|                                 
‡Zvgvq †`‡L iwOb ¯^cb w`‡q‡Q DuwK
we‡fvi n‡q fy‡jwQ Kó, n‡qwQ mywL|

Sunday, June 23, 2013

Tumi Jodi Thakta ( তুমি যদি থাকতে )

তুমি যদি থাকতে

দুপুরের আহার ভুলিয়া গিয়েছিনু নিদ্রাদেবীর কোলে
আচমকা জাগিয়া দেখি, ভুবন মিষ্টি আদলে।
নিজেকে অবলোকন করিলাম সবুজ স্বপ্ন বিভোর
হস্ত-পার্শ্বের বালিশ খানি বুকে ধরিয়া জোর।

প্রিয়তম, তুমি যদি থাকিতে মোর নিকট নয়ন
এই দৃশ্য দেখিতাম নাহি যেয়ে শয়ন।
ধরিত্রীর নিকট আমি, করি হাজার মিনতি
প্রকৃতি প্রেম তব অন্তরে, যেন নাহি পড়ে কমতি।

দক্ষিণা বারান্দায় বসিয়া ভাবি তোমারি কথা
হেলান দিয়া রাখিতাম তোমারি বুকেতে মাথা।
পশ্চিমা জানালায় বহে বসন্ত বাতাসের দোলা
তোমায় দেখিবার লাগি মন হইয়াছে উতলা।

বলিতাম, আম্র-মুকুল ধরিছে কেমন শাখে?
দুষ্ট ভোমর ঘুরিয়া আমায় বারংবার দেখে।
মিষ্টি-মধুর রসের গন্ধে লাগিছে মধুর নেশা
থাকিতে যদি পাশে তুমি, পাইতাম দিশা।

আঁড়াল হইতে দুষ্ট বালক উঁকি দিয়া চায়
রাখিব কেমনে, যৌবন-যে ভাঁটা পড়িয়া যায়।
শুষ্ক পাতারা ঝরিয়া পড়িছে নতুনত্বের আশা
তুমি থাকিলে পাশেতে, খুঁজিয়া পাইতাম ভাষা।

আসিয়া দেখিয়া যাও মোদের গাও খানি
বলিলে আসিবে তুমি, এই কথাটি মানি।
দূর হইতে ভাসিয়া আসিছে তটিনীর শব্দ
দেখিতে থাকিলে বইয়া যাইবে শত-সহস্রাব্দ।

শিশুদের বুকে বহিছে উত্তল আনন্দ-ঢেউ
দেখিয়া যাও এই উল্লাস মিটাইবেনা কেউ।
ভাবনাগুলি দোলা দিছে সকাল-বিকাল-সাঁঝে
নয়ন-সম্মুখে নাহি থাকিলেও, রহিয়াছ হৃদয় মাঝে।


Saturday, June 22, 2013

Nodi Parer Konna (নদী পাড়ের কন্যা)

নদী পাড়ের কন্যা

যতন করিয়া ভাবিনু তাহারে
           আসিবে কী মোর ঘরে,
স্বপন দেখিয়া জাগিয়া উঠি 
          দরশন পাইবার তরে।

আকাশ জুড়িয়া বাতাস বহিছে
           স্মৃতি গুলি মম ঘুমিয়ে,
সুখ-দুঃখ চিরসাথী-
           আমি নদী পাড়ের মেয়ে

অন্তহীন ভাবনায় পড়িয়া কাঁদি
          সাথীহীন একা তটিনীর কূলে,
দেখিয়াছি তুমি ঘুরিয়া বেড়াও
           উদাসী হাওয়ায় মন ভুলে।

হাঁটিতেছি আমি তটিনীর পাড়ে
          কাদা-জল ছোঁয়ায়ে দুপায়,
মাঝ দরিয়ায় বহিছে তরী
    ডাকিয়া লইবে-কী কেউ আমায়?

ছোট্ট মীনেরা করিছে খেলা
         দেখিয়া লাফায় কত শতে,
ধরিতে যাইয়া দেখি একা
         কেউ নাই মম সাথে

বিরহ গীত গাইছে হিয়া
          না দেখিয়া তব বদন,
তটিনীর বুকে ঢেউ উঠিছে
          মম হৃদয়ে দেখি কাঁদন

দোলা দিয়েছে দরিয়ার হাওয়া
         মম অঙ্গের নীল বসনে,
বলিতেছে হাওয়া কহ কথা
         ভাবনা রহিয়াছে যত মনে

দেখিয়া ফিরিব আপন ঘরে
         কিছু নাহি বলা হয় তাহারে,
হৃদয়ের কথা মম লুকাই
         বলিতে পারিনা কাহারও ধারে

নত হইয়া দেখি হেথা
        চরের বালুকা করিছে চিক চিক,
হৃদয়ের কথা কহিব গোপনে
       আমায় যে দেয় ধিক্

ধীর লয়ে চলি মুক্তকেশী
       স্মৃতির পান্ডুলিপি হস্তে লয়ে,
সকল ভাবনা ধরিছে আঁকড়ে
       করিব কি, কে দিবে কয়ে

সুন্দরী নই দেখিতে শ্যামা
     মম অঙ্গ, তনু-বদন,
ভাবিতেছি যত কথা মনে
     পূর্ণ হইবে কী সে-সাধন?

নিরবে ভাবিয়া অনেক কথা
      দুনয়ন হইতে ঝরিছে ঝর্ণা,
শত দুঃখ কষ্টে মানুষ
      আমি নদী পাড়ের কন্যা

Friday, June 21, 2013

Grash (গ্রাস)

MÖvm

K‡cvZv¶ Qy‡U P‡j `~i eû `~i
‡`L‡j g‡b nq †hb nvwZi j¤^v ïo|
‡Zvgvi A‡bK iƒc †`‡LwQ wMiwMwUi g‡Zv
`yK~j †f‡O fvwm‡q `vI Ki ¶Z we¶Z|

iƒ‡c †Zvgvi A‡bK hv`y Zzwg K‡cvZv¶
h‡ZvB e‡jv fvjevm‡Z †b‡ev bv †Zvgvi c¶|

Monday, June 17, 2013

Mullohin - মূল্যহীন


দেখো, আমি কিন্তু জানি,
ভালবাসার অর্থ কি, তবে প্রশ্ন করো না
পাগলামি, ভালবাসার অর্থ পাগলামি
আর...
একজন, আরেক জনের প্রতি বিশ্বাস

জানি,
ভালবাসার জন্য কি করতে হয়
দুজন, দুজনকে ভালভাবে জানতে হয়
আর...
আত্মত্যাগ, অনেক অনেক বিষয়ে আত্মত্যাগ

জানি,
প্রথম কাউকে ভালবাসতে হলে কি অপ্রয়োজন
ভদ্রতা, বেশি ভদ্রতা দেখালে প্রেম হয় না
আর...
লজ্জা, লজ্জা থাকলে বলতেই পারবে না

জানি,
ভালবাসার পরে কি হয়
পার্কে, দুইদিন পার্কে চিনাবাদাম আর..
আর...
হাত, হাত ধরে ঘুরে বেড়ানো

জানি,
ভালবাসার পরে আর কি ঘটতে পারে
এক, অথবা দুই বছর ভাল
আর...
জানাজানি, জানাজানিই শেষ

জানি,
ভালবাসার পরিণতি
বিয়ে, কিন্তু হবে না
কেনো হ...
প্রয়োজন মিটে গেছে, জানাজানি শেষ, সময় নেই,
বাড়িতে বিয়ের কথা চলছে.....



Sunday, June 16, 2013

NiL Somuddro -নীল সমুদ্র


তুমি যখন একা থাকবে জানালার পাশে গ্রীল ধরে দাঁড়িয়ে
তখন দেখতে পাবে দূরে বেদনায় নীল সমুদ্র ঘুরে বেড়ায়,
এক পাশে ঝাউ বন আর অন্য পাশে রঙিন মানুষ

বেদনায় নীল সাগরের বুকের সকল কষ্ট গুলো
তীরের উপরে আছড়ে পড়ছে আর বলছে
আমি আর গভীর তলের বেদনা সইতে পারছি না,
আমাকে মুক্ত করো

সমুদ্রের সাদা রঙের ফেনারা জানিয়ে দেয় তার অশ্রবেদনা
তার স্মৃতির গভীরে লুকিয়ে থাকা পাথর-কাঁকরের ঘর্ষণে
নীল কষ্ট গুলো সাদা ফেনায় রূপ নিয়েছে

সমুদ্র জানিয়েছে ঐ নীলিমা নাকি তার ব্যথায় ব্যথিত
সে তার কষ্ট অনুভব করে নীল রঙকে ধারণ করেছে

কিন্তু না! নীলিমা তার বেদনাকে ছুড়ে ফেলে দিয়েছে
সমুদ্রের বুকে তাই সমুদ্রের রঙ নীল

আমি সমুদ্র, কী এমন ক্ষতি করেছি,
কী এমন আচরণ করেছি যে আমার বুকে
ছুড়ে দেয়া হয়েছে এতো কষ্ট, রঙে নীল

আমি সমুদ্র, কী এমন অপরাধ করেছি
যে আমার বুকের উপরে উড়ে বেড়ানো গাঙ চিলেরা
ছোঁ মেরে দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিয়েছে

আমি সমুদ্র, কী এমন দোষ করেছি
যে আমার বুক চিরে বয়ে যায় কতো শত বেদনার জাহাজ
আর নোংরা আবর্জনার স্তুপ
জানি, কোনো উত্তর নেই
মানুষ কখনো নিজ অপরাধের জন্য ক্ষমা চাইবে না,
চাইবে না তাদের হিসাবের খাতা শূন্য পড়ে থাক

তুমি দূরে জানালার পাশে দাঁড়িয়ে আমাকে দেখবে
আর মনে মনে ভাববে, তার কাছে যাবোমৃদু স্বরে বলবে,
আমি তোমাকে ভালবাসি
কিছুক্ষণ তুমি হেঁটে বেড়াবে আমার বুকের মাঝে,
তারপর-
আমাকে নোংরা করে দেবে, ঘোলা করে পদাঘাত করবে
আর বলবে বাই বাইসমুদ্র

তুমি হয়তো আমার কথা মনে রাখবে না,
ক্ষণিকের আনন্দ দিয়ে আমার নিকট থেকে
ভালবাসা কেড়ে নিলে আর দিয়ে গেলে অজস্র বেদনা

তুমি ঘুরে বেড়াও রঙ বেরঙের বসন পরে
ঐ দূর প্রান্তে, তোমাকে আর ধরা যায় না ছোঁয়া যায় না
কিন্তু আমার তো নীল বেদনা কখনও ছাড়লো না,
এই বেদনারা আমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যায় আর বলে,
তোর জন্ম হয়েছে সকল কষ্টকে হৃদয় মাঝে লুকিয়ে রাখার জন্য

আমি সমুদ্র, কীভাবে লুকিয়ে রাখবো, আমার
বেদনার সীমা এতো বেশি হয়েছে যে তার পরিমাপ করা
সম্ভব নয়শত চেষ্টায়ও পারিনা লুকিয়ে রাখতে,
মাঝে মাঝে অমাবশ্যায়, পূর্ণিমায় সেই বেদনা আমাকে
দুমড়ে মুচ্ড়ে দিয়ে তীরে ফুঁসে উঠে

বন্ধু তুমি, তোমরা ঘুরে বেড়াও, মাঝে মাঝে
আমাকে এসে দেখে যেও, আমি অসহায় এই ভেবে,
সহস্র জনম ধরে বইবে আমার বুকের নীল বেদনা
যে বেদনা তোমাদের কউকে কখনও স্পর্শ করবে না

Wednesday, June 5, 2013

Ardho Bochor -অর্ধ বছর

তুমি বড় ভাগ্যবতী,
জানি না তোমার সাথে আমার হবে কি দেখা
ফাগুনের মেলায়। তোমাকে কোথায় দেখেছি
আমার মনে পড়ে না, তবুও কেন জানি উপলব্ধি করি।

অর্ধ বছর পেরিয়ে গেল
তোমার অপেক্ষায়, তুমি আসবে এই ভেবে
অনেক পথ চেয়ে বসে থেকেছি ওই রেলিং এর ধারে
চৌকিটার ওপর বসে বসে।
তোমায় দেখতে পাব বলে
মনের মাঝে লুকিয়ে থাকা সকল ব্যথা গুলো ধুয়ে
শান্তির স্রোত ধারা প্রবাহিত হয়ে
উপছে পড়ছে হৃদয় সাগরের গহিনে।

অর্ধ বছর পরে
তুমি এলে আমার খুব কাছাকাছি
কিন্তু একটু দূরে ওই বৃক্ষতলের ছোট
প্রাসাদে যেখানে আমার যাওয়ার অনুমতি নেই।
মন চায় তোমাকে দেখতে
তবুও হয় না। তুমি এসে কখন চলে যাও
জানতে পারি না দূরে প্রবাসে থেকে, পাই শুধু
তোমার চলে যাওয়ার খবর।
আমার হিংসা হয় তোমার প্রতি
কেন জান, কেড়ে নিয়েছ আমার বন্ধুকে
তোমার হৃদয়ের সকল ভালবাসা আর মায়া মমতা দিয়ে।

কিন্তু তুমি ভেব না,
তোমার প্রতি অভিমান করে আর কখনো সামনে যেয়ে
দাঁড়াব না এমনটি। আমি সদাই তোমার দর্শন পাওয়ার
আশায় রইব; জানি একদিন তোমার দেখা পাব।

Last 7 Days!