Saturday, February 28, 2015

Koto Duraa Tomar Bosobas - কত দূরে তোমার বসবাস?


বন্ধু, কোন সু-দূরে তোমার বসবাস,
আমি প্রত্যাহ খুঁজেছি তোমায়
বিরামহীন কর্ম ব্যস্ততায়
তোমার মুখদর্শন পেতে চেয়েছি মাত্র-
নীশির আধারে প্রদীপ জ্বলে না আমার ঘরে
শুধু তোমার স্পর্শে জ্বলে উঠবে বলে

কত দূরে তোমার বসবাস?
আমার আর্তি তোমার কর্ণে পৌঁছায় কি?
হয়তো পৌঁছায়, হয়তো বা না
এভাবে দিন শেষ হচ্ছে,
এভাবে নিশি পার হচ্ছে-
কতদূর সেই আশার পরিসীমার সমাপ্তি রেখা?
শুধু তোমার কোলে মাথা রেখে একটু ঘুমোতে চাই
সহস্র রজনী কেটেছে নির্ঘুম, ক্ষীণ-তন্দ্রায়
তার অবসান চাই,
তোমার নিকট আবাস গড়ে





Sunday, February 22, 2015

Sopno Vangar Ullas - স্বপ্ন ভাঙার উল্লাস


স্বপ্ন দেখেছি
আর ভেঙেছে তোমার শুন্যতায়
পথ চেয়েছি নিরাশার সৈকতে-
ভেলা ভাসিবায়েছি,
তবু ওই কূলে যেতে পারিনি
শুধু স্বপ্নই দেখেছি
হয়নি এইটুকু পূরণ
শিশির ভেজা তৃণের অগ্ররেণুর মত
সূর্যের তাপে শুকিয়েছে ওই সকালে

যেখানে আলো নিভে যায়,
নুতন আলো আবার জ্বালতে হয়,
তবু পুরনো অতীত ভুলে যাবার নয়
মনে করিয়ে দেয়
ভেঙে যাওয়া স্বপ্নের টুকরো কথা
কিছু না-পাওয়া ব্যথা

এ-ভুল সবারই হয়
কার বেশি কার কম-
যেখানে উল্লাসে কেউ হাসে, কেউ কাঁদে
তেমনই বেদনায় কেউ উল্লাসও করে
এ-যেন অন্যরকম উল্লাস
স্বপ্ন ভাঙার উল্লাস

Thursday, February 19, 2015

Aktu Vula -একটু ভুলে



অনেকদিন পরে, সে এসেছিল গাঁয়ে
বিরূপ চেহারায় ঢুলু ঢুলু পায়ে-
ভেবেছিলাম ভিন-গাঁয়ের অচেনা ছেলে।
   
দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে
তৃষ্ণা মেটাল অস্থির বেদনা সয়ে-
হঠা পড়েছিল সে দক্ষিণ বাহুতে ঢলে।

ছিন্ন বস্ত্র কায়ে, স্ব-ছিদ্রও বটে
নিদ্রাহীন, অনহারে অ-ভুক্ত পেটে-
আর হয়তো দিন তার না চলে।

গঞ্জনা সদাই ছিল তার কর্ণপাতে
আর অবহেলার সীমাহীন সৈকতে-
বন্দর খুঁজে খুঁজে ফিরল বলে।

একটি বোতাম অবশিষ্ট্য- ওই বুকে
আমারই সেলাই করা- গিয়েছে থেকে-
কে বিদায় দিল তাকে অ-কালে

তর্জনী এ-দিকে উঠে আসবে
ঘৃণার পাহাড় এক এক জমবে-
এ-রূপ হয়েছিল আমার একটু ভুলে।

Friday, February 13, 2015

Valentine Poem-Achena Ful - অচেনা ফুল




বসন্তের মক্ষি তুমি
কাননের ফুল-
অবোলার বোল ফুটিবে তটিনীর কূলে
মাঝির দাঁড়-টানে কতক হইবে ভুল

মুগ্ধকর বলনে, দিগভ্রান্ত মুসাফির
কর্তব্যহীন বিপাকে
একদৃষ্টিতে চেয়ে থাকে-
মৃত্যুতে নির্ভীক, বিজেতা বীর

ওগো! নয়ন ভোলান রূপের
অপরূপ স্বরূপ-
পিছনের পথিক ডাকে;
কোন্ কাজে ভিড়েছিলে অদূর গাঁয়ে
নূপুরের রিনিঝিনি আলতা রাঙা পায়ে
দুনয়ন স্থীর, পদদ্বয় স্তম্ভ
বিমোহিত আমি-
বল,নামটি! কেটে যাবে ভ্রমো
নইলে ভিত হব সংশয়ে


Last 7 Days!