বসন্তের মক্ষি
তুমি
কাননের ফুল-
অবোলার বোল
ফুটিবে তটিনীর
কূলে
মাঝির দাঁড়-টানে কতক
হইবে ভুল।
মুগ্ধকর বলনে, দিগভ্রান্ত মুসাফির
কর্তব্যহীন বিপাকে
একদৃষ্টিতে চেয়ে
থাকে-
মৃত্যুতে নির্ভীক, বিজেতা বীর।
ওগো! নয়ন
ভোলান রূপের
অপরূপ স্বরূপ-
পিছনের পথিক
ডাকে;
কোন্ কাজে
ভিড়েছিলে অদূর
গাঁয়ে
নূপুরের রিনিঝিনি আলতা রাঙা
পায়ে।
দু’নয়ন স্থীর, পদদ্বয় স্তম্ভ
বিমোহিত আমি-
বল,নামটি! কেটে যাবে
ভ্রমো
নইলে ভিত
হব সংশয়ে।
নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz