Sunday, February 22, 2015

Sopno Vangar Ullas - স্বপ্ন ভাঙার উল্লাস


স্বপ্ন দেখেছি
আর ভেঙেছে তোমার শুন্যতায়
পথ চেয়েছি নিরাশার সৈকতে-
ভেলা ভাসিবায়েছি,
তবু ওই কূলে যেতে পারিনি
শুধু স্বপ্নই দেখেছি
হয়নি এইটুকু পূরণ
শিশির ভেজা তৃণের অগ্ররেণুর মত
সূর্যের তাপে শুকিয়েছে ওই সকালে

যেখানে আলো নিভে যায়,
নুতন আলো আবার জ্বালতে হয়,
তবু পুরনো অতীত ভুলে যাবার নয়
মনে করিয়ে দেয়
ভেঙে যাওয়া স্বপ্নের টুকরো কথা
কিছু না-পাওয়া ব্যথা

এ-ভুল সবারই হয়
কার বেশি কার কম-
যেখানে উল্লাসে কেউ হাসে, কেউ কাঁদে
তেমনই বেদনায় কেউ উল্লাসও করে
এ-যেন অন্যরকম উল্লাস
স্বপ্ন ভাঙার উল্লাস

No comments:

Post a Comment

Last 7 Days!