Thursday, February 19, 2015

Aktu Vula -একটু ভুলে



অনেকদিন পরে, সে এসেছিল গাঁয়ে
বিরূপ চেহারায় ঢুলু ঢুলু পায়ে-
ভেবেছিলাম ভিন-গাঁয়ের অচেনা ছেলে।
   
দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে
তৃষ্ণা মেটাল অস্থির বেদনা সয়ে-
হঠা পড়েছিল সে দক্ষিণ বাহুতে ঢলে।

ছিন্ন বস্ত্র কায়ে, স্ব-ছিদ্রও বটে
নিদ্রাহীন, অনহারে অ-ভুক্ত পেটে-
আর হয়তো দিন তার না চলে।

গঞ্জনা সদাই ছিল তার কর্ণপাতে
আর অবহেলার সীমাহীন সৈকতে-
বন্দর খুঁজে খুঁজে ফিরল বলে।

একটি বোতাম অবশিষ্ট্য- ওই বুকে
আমারই সেলাই করা- গিয়েছে থেকে-
কে বিদায় দিল তাকে অ-কালে

তর্জনী এ-দিকে উঠে আসবে
ঘৃণার পাহাড় এক এক জমবে-
এ-রূপ হয়েছিল আমার একটু ভুলে।

1 comment:

  1. নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!