Sunday, October 13, 2019

মুশ‌কিল আসান- Muskil Asan

সু‌খের দুয়া‌রে বদ্ধ তালা- দুঃখ চিরসা‌থী
জীবন কাঁ‌দে আষাঢ় নদী‌তে- যন্ত্রনার মালা গাঁ‌থি।
পাঁজর ছি‌ড়ে পোষা পা‌খি অচীন দে‌শে যায়
বৃক্ষ তরু মেঘমালা বির‌হের গান গায়।

আলোর বি‌কে‌লে ফি‌কে চাহ‌নি- ধূসর মরুভূ‌মি
‌গোধূলীর মিলন মেলায় আমি একা যা‌ত্রি।
উ‌ঠোন জু‌ড়ে জোসনা খেলে- হৃদয় জু‌ড়ে পাষান
ধরনী আমায় বিদায় দি‌য়ে‌ছে- সবার মুশ‌কিল আসান।





১৩/১০/২০১৯

Wednesday, October 2, 2019

আমার তুমি প্রেয়সী প্রেমের - Amar Tumi Praosi Premer

তোমার আমার ভালবাসা রইবে চিরকাল
তুমি আমার প্রেমকুমারী, বসন্ত অনন্তকাল।
প্রেমডোরে বেঁধেছিলে সোনা রোদের ফাগুনে
ভালবাসা পুড়িয়ে মারে, বন্ধু বিনা আগুনে।

আশার আলো ভোরের রবি নয়ন জুড়ালো দেখে
তুমি আমি মিশে থাকি দুঃখ বিপদ রেখে।
যত প্রহর কাটছে একা দিয়েছো তুমি তত দেখা
যাবে না ভুলে, হৃদয় খুলে -যে ছবি আছে আঁকা।

আমার তুমি প্রেয়সী প্রেমের অথৈ নদীর কূল
নিশী জাগি একলা যবে আধারে ফোটে ফুল।

02/10/2019


Last 7 Days!