Wednesday, October 2, 2013

Gohin Rater Majhe ( গহীন রাতের মাঝে )

গহীন রাতের মাঝে

গহীন রাতের মাঝে
নক্ষত্ররা উঁকি দিছে বেদনার সাজে।
প্রিয়ার কন্ঠে সৌখিন সঙ্গিতে
আকুল হিয়া দুলিয়া উঠে জোনাকির পলকে।
কতক আলো কতক আঁধার
ভালবাসিতে মন ছুটিছে অনন্ত ভঙ্গিতে।

এলো চুল খোপাহীন রজনীতে
তীর ছুড়ে মারিতেছে হাসিতে হাসিতে-
রূপেতে ছন্নছাড়া, হয়েছি বিবাগী
কূলেতে কালিমা লেপিয়া হয়েছি অনুরাগী।

হেথা হারায়ে খুঁজিছি তোমারও অক্ষিযুগল তারকায়-
মম পটের পূর্ণরূপ রয়েছে দাঁড়ায়,
ক্ষণিকের পাখি!
কে তুমি করিছো ডাকাডাকি?
বেঁড়াজাল ছিন্ন হয় তব পানে চাইয়া
আমারে সঙ্গে লও আচল ভরিয়া।



Last 7 Days!