Saturday, September 21, 2013

Akaki Pothik ( একাকী পথিক )

একাকী পথিক


আমার কি আছে আর কিবা দেব তোমায়
আমার কিছুই নেই সঞ্চিত,
আমি রিক্ত, প্রেমের বেদনা অশ্রুতে সিক্ত।
বঞ্চিত সকল সুখ থেকে;
তাই প্রেমের চিন্তা করিনা-
ভালবাসা সেতো যন্ত্রনা।
সবাই ছল-চাতুরীতে মেতে উঠেছে,
কোন আসল হিরার সন্ধার মেলেনা,
তাই প্রেমের কথা ভাবি না।

অনেক ভেবেছি,
আনেক দেখেছি,
আবশেষে আমি নিজেই লজ্জিত
যতটুকু রেখেছিলাম জমা,
তা এখন অশ্রুতে হয়েছে পরিণত;
আমি ঘৃণিত, আমি কলুষিত
সর্ব সত্ত্বা জুড়ে, মূল্যহীন বালুকা।

ভালবাসা-আদর মায়া
আমায় ছেড়ে চলে গেছে বহুদূর,
তা আর ছুঁয়ে দেখে না স্বপ্ন মায়ায় মধুর;
শুধু আঁখি পাতায় অশ্রু ঝরে সারা-দিন-দুপুর।
তাই লাঞ্চনায় জর্জরিত,
সর্বত্র অবহেলিত
একা-নিঃস্ব-অসহায় জীবনের একাকী পথিক
একটু আলোর অপেক্ষায় দিন গুনে যাই।




Tuesday, September 17, 2013

Mukti Dilam ( মুক্তি দিলাম )

মুক্তি দিলাম

আমি সহস্র রজনী জেগেছি
তোমার ভালবাসার জন্য,
অসংখ্য তারা গুনেছি
এক একটি করে জোছনা আলোতে;
দু'চোখ জুড়ে ঘুমের পশরা নেমে এলও
তোমায় নিয়ে স্বপ্নে মেতেছি।

কিন্তু,
তুমি ক'টি রাত জেগেছো,
ক'টি ফুলের মালা গেঁথেছো আমার জন্য,
বলতে পারবে কি?
শুধু মুখ লুকিয়ে চলে যাও
দূরে কোনখানে।

আমি হিমালয় থেকে নূড়ি-পাথর এনেছি,
পাহাড়ের বুক চিরে সুড়ঙ্গ কেটেছি,
সমুদ্র থেকে ঝিনুক-মুক্তা কুড়িয়ে দিয়েছি-
যার কোনটাতে তোমায় কেউ দেখেনি।
সব ভাল আমিই বেসে গেলাম-
অবশিষ্টটুকুও তুমি বাসনি আমায়।

তাই আজকে তোমায় মুক্তি দিলাম
দু'চোখের অশ্রুজলে।
আজ থেকে তুমি মুক্ত
আর আমি অজানায়....।



Saturday, September 14, 2013

Valobasa ( ভালবাসা )

ভালবাসা


স্বপ্নের ডানা মেলে
       উড়ে চলে গাঙচিল
কখনোবা রোদ্দুর কখনোবা মেঘে
     মাঠ-প্রান্তর অনাবিল।

এলোমেলো হাওয়া দোলে
       তরু-ছাঁয়া শিখরে
দু'চোখ আঁকে, মনে ছবি ভাসে
      তোমার ঐ পূর্ণিমা অধরে।


আবার ফিরে আসে
         ঘুরে ঘুরে মনের মাঝে
কতনা স্মৃতির উত্তাল ঢেউগুলো
      সন্ধ্যা তারার একাকি সাঁঝে।

এইতো সুখের পরশ মেলে
        দু'জনার হৃদয়ে
বাঁধা-বিপদ ভেঙে যায়, অতীতের মোহনায়
       দু'জনে ভালবাসে, দু'জনারে জ'য়ে।


Friday, September 13, 2013

Protikkhar Prohor ( প্রতিক্ষার প্রহর )

প্রতিক্ষার প্রহর

সত্যি, আমি তোমায় চিনতে পারিনি, সেজুতী।
তোমার কথার অর্থ আমি বুঝিনি,
কেন এত ভালবাসা সাগরের প্রতি।
আমার অনেক দিনের গড়ে ওঠা ভালবাসায়
তুমি নিরাশার ঢেউ তুললে,
তোমার নিথর চোখের রূপটা
আকাশের বুক চিরে দেখালে
বিদ্যুতের ঝলসানো উত্তাপে।

তুমি সেদিন বলেছিলে, সেজুতী
গাঁয়ের আম গাছটি বড় হয়েছে গেছে,
যে বকুলের ডাল ছুঁয়ে উচ্চতা মেপেছি
তার উচ্চতা আরো বৃদ্ধি পেয়েছে,
আমাদের বয়সটাও বেড়ে উঠেছে,
চলো, শুভদিনে মিলন মালা পরাই!
সে কথা তুমি তো ভুলে যাওনি।


আমি এখনো ভাবি তোমার কথা,
পুরোনো দিনের লুকোচুরি কথা,
কাঁশ ফুলের কথা;
তবে তোমার দেখা পেতে আমায়
মাঝরাতে অন্যে ঘুম ভাঙাতে হয়।
তুমি দেওয়াল তুলেছো,
এপার-ওপারের-
আমি ভাঙতে চাই না
তোমার নিজ হাতে গড়া দেওয়াল।

সেজুতীদের বাড়ির উঠানটা পরিস্কার ছিল,
আম গাছটি বেশ উচু হয়েছে,
কিন্তু সেজুতী সেখানে আর নেই,
সেজুতী মেহেদী রাঙা হাতে
সাগরের বুক চিরে চলে গেছে।

কিন্তু ভুলটা কোথায়, সেজুতী?
পেয়ারা আনতে কখনো তো ভুলিনি,
দেখা করতে এক বিন্দু দেরিও হয়নি,
তবেব অভিমানটা কোথায়,
জানতে পারলাম না।
সেজুতী, আমি তোমার প্রতিক্ষায় বসে আছি
সাগর পাড়ে.....!


Wednesday, September 11, 2013

Khondito Sotta ( খন্ডিত স্বত্ত্বা )

খন্ডিত স্বত্ত্বা

আমি খান্ডত স্বত্ত্বা,
তোমার অর্ধেক আর আমার অর্ধেক
মিলে পূর্ণ সজীব।
তোমার স্বর তন্ত্রে, আমার মোহন তন্ত্রে
প্রবাহমান গানের স্রোত
ডাকে সর্বদা ইশারায়।

আমি অর্ধেক তোমার হৃদয়ের,
কল-কাকুলির মায়া-তানে
চলে গিয়েছিলাম দু্ইজন দুই সীমানায়-
এখন মিলিত মোহনায় চাঁদের আলো
ঝরে পড়ে-
তুমিও কি অর্ধেক নও?


Tuesday, September 10, 2013

Sopno Dekhi ( স্বপ্ন দেখি )

স্বপ্ন দেখি

আমি অবুঝ,
কখনো ভালবাসার মানে বুঝিনি
আমি অসত,
তাই ভালবাসা চাইনি-
তবে----, ভুলের মাশুল দিতে হয়েছিল সেদিন
যেদিন আমার হাতে দুটি গোলাপ ছিল তোমার দিকে চেয়ে,
অথচ তুমি ভেবে নিলে অন্য কাউকে দেবার জন্য এনেছি
বিশ্বাস তোমার কখনোই হয়নি-
আমি ভালবাসা হারিয়ে বুঝেছি,
আমি কষ্ট সয়ে কেঁদেছি,
আমি বুক ভাসিয়েছি শুধু তোমার কথা ভেবে
কিন্তু হায়! নিয়তি- আমায় বেছে নিল,
তোমার থেকে দূরে সরিয়ে
আজ অযথাই স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
আশার বালুচরে

Sunday, September 8, 2013

Kemon Valobasa ( কেমন ভালবাসা )

কেমন ভালবাসা


আমি ভালবাসি, 
কথাটি বলেও বোঝাতে পারিনি,
মনের গহীনে জায়গা কিনতে চেয়েও কিনতে পারিনি-
আমি কাঁটার মালায় ক্ষতবিক্ষত হয়েছি শুধু,
শুকনো মরুর নিরাশ বালুতে জলের সন্ধান করেছি,
কোন অধিকার নেই ভালবাসার।

আমি হেয়ালির বিষয়বস্তু,
আমি উপহাসের বিলাস সামগ্রী,
হৃদয়কে ছুঁতে পারিনা কখনো-
তবে----,
কোন একদিন বলেছিলে,
'পথিক, তোমার ঠিকানা কোথায়?'
ভুলিনি-
শীতের কুয়াশায় মেঠ পথ পাড়ি দেওয়া,
বর্ষার কাদা-জলে কদম,
চৈত্রের দুপুরে আমের মুকুল,
সবই এনেছি তোমার জন্য;
কিন্তু মনের ভাষা বুঝে না-বোঝার ভান করেছো।
তুমি কখনো আমার অভাবে কাঁদনি,
কখনো একান্তে ডাকনি,
তাই কখনো তোমার ভাবনায় আসিনি,
এক অজানা পৃথিবীর এই অজানা প্রাণি।


Saturday, September 7, 2013

Valobasar Golpo ( ভালবাসার গল্প )


ভালবাসার গল্প

আজো কিশোর বয়সে আমি
প্রেমের অথৈ নদীতে সাঁতার কাটি-
সপ্তসিন্ধু জয়ে তোমায় এনেছি আমার কুঠিরে,
তুমি আলো ছড়াও
মেল দু'টি আঁখি,
অজানার মাঝে পাড়ি দেব হাত দু'টি ধরে,
আমি কোন ভ্রুকুটিতে ভিত নই,
তুমি শুধু পাশে থেকো

আজো কিশোর বয়সে আমি-
কে বলেছে যৌবনের পরশ পেরিয়েছি,
সবে তো শুরু হল আমার ভালবাসার গল্প






Friday, September 6, 2013

Mukto Pakhi ( মুক্ত পাখি )

মুক্ত পাখি

আমি মুক্ত পাখির মত
ডানা মেলে উড়ে বেড়াই নীল গগনে।
ধান খেতে পালকের পরশ বুলিয়ে-
ছায়া-শীতল গায়ের মেঠপথে
ঘুরে বেড়াই এলোকেশ নিয়ে।

পাতায় পাতায় গান শুনিয়ে যাই
দুপুর রোদের তপ্ত হাওয়ায়;
স্নিগ্ধ আলাপনে ডিঙি নৌকা চড়ি
ভেসে বেড়ানো সরিষা ফুলের ধারে।

মাঠে-ঘাটে তেপান্তরে ছুটে বেড়াই-
আনন্দ-উল্লাসে নেচে উঠি মৌবনের কচি ডালে।
খেলার ছলে খেলে যাই, বাঁশপাতার কাগজে
আমার পালকে লেখা গোলকধাঁধাঁ।


Thursday, September 5, 2013

Tomay Chuti ( তোমায় ছুটি )

তোমায় ছুটি

আজ নতুন করে তোমার মনে ভালবাসার বীজ বুনলাম
আমার ভালবাসার জলাঞ্জলি দিয়ে।
আমার রিক্ততা, আমার ব্যর্থতা
কখনো ছোঁবে না তোমার সুখের রাজ্যের
কাশফুলের বিছানা।
ক'টি শুধু আশা, মেলে ধরেছে ডানা হৃদয়ে
তাই নিয়ে ফিরে যাব অন্য করিডোরে।

পিছনে ফিরে চাওয়া,
সুন্দর মেঘমালা ছোঁয়ানো আমার ভালবাসা,
আজকে দিলাম তোমায় ছুটি
অন্য গ্রহের কক্ষপথে।
ফিরে যেন না আসে আমার পৃথিবীতে
দুঃখভরা অমানিশার কালো মেঘ;
শুধু দূরাকাশে উড়ে বেড়াক
আকাশ ছোঁয়া কালো বেদনার পাহাড়।

আমার ব্যথার ভূমিতে গড়া তোমার সুখের স্বর্গরাজ্য
দিলাম উপহার,
সুখের আচ্ছাদনে থেক উন্নতির নব নব ধারায়;
ভালবাসা, আজকে তোমায় দিলাম ছুটি।


Wednesday, September 4, 2013

Bisonnota ( বিষণ্নতা )

বিষণ্নতা

দিনের শেষ হয়ে
এলো বুঝি বিষণ্নতার কামড়-
রোদেলা দিনের অনেক স্মৃতি ভাসে;
কোনটা রঙিন, কোনটা মলিন চাদরে মোড়ান,
কোনটায় ছিটে-ফোঁটা বৃষ্টির জল,
কোনটা আঁধার ভাঙা চাঁদের আলো-
মনে পড়ে
পা-দোলানো আম্র-কানন;
সত্যি, বড় বিষণ্নতা আজ চেপে ধরেছে
সীমাহীন অন্ধকারে।


কাঁদবার ইচ্ছেটুকু থাকলেও কাঁদতে পারি না,
সব জল শুকিয়ে গেছে সে-বেলায়।
কবে কার প্রেমের নেশায় উন্মুখ হয়ে
ডুব দিয়েছিলাম,
এই তো! তার সমাপ্তি ঘটেছে।

দিনের শেষে, আমি বড় একা , শূন্য আকাশে
একটি গাঙচিলের মতো;
ক্লান্ত হয়ে ফিরলেও বলার জায়গা নেই সে-কথা,
সবই ধোঁয়ায় সফেদ, রঙহীন ধূসর কুয়াশা-
আশাহীন দীপশিখা চেয়ে রয়েছে,
ক্লান্তির ঘুমে ঢলে পড়া আমার চোখের পাতায়।


Tuesday, September 3, 2013

Ae-to Somoy ( এইতো সময় )

এইতো সময়

ঘন ঘন রূপ বদলায়
মেঘ-রাজ্যের রাজকুমারী-
তাই অশান্ত হাওয়ার দোলার চড়ে আমি আসবো
সূর্য-রাঙ আবীর নিয়ে তোমার দুয়ারে;
অচেনার মাঝে চিনে নেবো
ছোট্ট স্বপ্নের রঙিন পরিচয়ে-
তুমি ঐ দূরে দাঁড়ি থেকো না আর।
তুমি আর বদলে যেও না!

আমি ভয় পাই, অন্ধকারে লুকানো
তোমার রূপ দেখে এই শ্রাবণে;
চাঁদের আলো নেমে এলে সন্ধ্যায়,
তুমি হারিয়ে যাও কেন অজানায়?
কতো কথা জমা হয় এ-বুকে
তুম নেমে এসো এই ধরায়।

ঝোপের জোনাকী, ঝিঁঝির চিত্কার
শংকিত করে অদ্ভূত মায়াবিনী সন্ধ্যায়।
রাজকুমারী, দেখা হওয়ার এতো মোক্ষম সময়,
তোমার আমার ব্যবধান ভেঙে
আজকের অজানা ঘন মেঘ-রাজ্যের নিরাবতায়।


Sunday, September 1, 2013

Kade Du-Chok ( কাঁদে দু'চোখ )

কাঁদে দু'চোখ

সন্ধ্যার আকাশে চাঁদ ওঠেনি,
অন্ধকারে ঢেকে গেল রাজপথ-
কোথায় তুমি হারিয়ে গেলে?
খুঁজতে খুঁজতে গভীর হয় রাত।

একবিন্দু ঘুমের তাড়নায় লিপ্ত নই-
আঁধারে মোমাবাতি জ্বেলে
             চেয়েছি শিখার দিকে,
সেখানেও অন্ধকার বাসা বেঁধেছে,
করেছে অজানা বায়ু আঘাত।

অনর্থক দেরি করিনি তো?
দিনের আলো নিভে যেতেই তো
            বসেছি দেখার আশায়!
তোমার অভিমান হয়েছে বুঝি?
---সীমাহীন যন্ত্রনা বাসা বঁধে বুকে,
কাঁদে দু'চোখ তোমায় না-দেখার বেদনায়।


Last 7 Days!