Tuesday, September 3, 2013

Ae-to Somoy ( এইতো সময় )

এইতো সময়

ঘন ঘন রূপ বদলায়
মেঘ-রাজ্যের রাজকুমারী-
তাই অশান্ত হাওয়ার দোলার চড়ে আমি আসবো
সূর্য-রাঙ আবীর নিয়ে তোমার দুয়ারে;
অচেনার মাঝে চিনে নেবো
ছোট্ট স্বপ্নের রঙিন পরিচয়ে-
তুমি ঐ দূরে দাঁড়ি থেকো না আর।
তুমি আর বদলে যেও না!

আমি ভয় পাই, অন্ধকারে লুকানো
তোমার রূপ দেখে এই শ্রাবণে;
চাঁদের আলো নেমে এলে সন্ধ্যায়,
তুমি হারিয়ে যাও কেন অজানায়?
কতো কথা জমা হয় এ-বুকে
তুম নেমে এসো এই ধরায়।

ঝোপের জোনাকী, ঝিঁঝির চিত্কার
শংকিত করে অদ্ভূত মায়াবিনী সন্ধ্যায়।
রাজকুমারী, দেখা হওয়ার এতো মোক্ষম সময়,
তোমার আমার ব্যবধান ভেঙে
আজকের অজানা ঘন মেঘ-রাজ্যের নিরাবতায়।


1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!