Sunday, January 25, 2015

Nobo Alok Provata - নব আলোক প্রভাতে For Bengali Sonnet Star: Michael Madhusudan Dutta


মাইকেল মধুসূদন দত্ত-এর ১৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে  শ্রদ্ধার্ঘ্য


নব আলোক প্রভাতে


নব আলোক প্রভাতে বিহগ সঙ্গিতে
তটিনি ছুটিছে তরঙ্গে সাগর ভরিতে
হেনকালে জন্ম হয় ভুধর ভুমিতে
জল ভরা করতালু রবি’র অর্ঘ্যে
ধন্য হই মাতৃরূপ সোনার স্বর্গে
সবুজ সমারোহে গেঁয় বৃক্ষের সারি
নন্দিত মোর হিয়া-তরনী পেয়ে ধরীত্রি
পুষ্প-ঘ্রাণ সৌরভে কাননে লুটায়ে
রঙিন ডানায় পতঙ্গ রেণু জড়ায়ে
সজীব করিল বসুধা-বক্ষে গড়ায়ে
চন্দ্রমনিকা নিশিথে উঠিবে সাধিতে
নিজ স্বর্ণাভায় কড়িবে মন বধিতে
শুভ্র ভেলা চড়ি ঘন আধার কাটিতে
নব দিবাকর উঠিবে নিদ্রা ভাঙিতে


---------------------সি এম বিধান








Tuesday, January 13, 2015

Alo Priti - আলো প্রিতি

যে আলোয় আমি মুগ্ধ হয়েছি বসুমতিতে,
তার বিচরণ সমুদ্র-সৈকতের বালুকা রাশিতে
লুটিয়ে পড়ে-
দিগ্বিদিকের নেশা কাটিয়ে
পরমাদরে জড়িয়ে রাখে মনো-গহীনের
পুষ্প সজ্জিত তুলির বিছানার ছোট্ট কুঠিরে

সুন্দর আলো- মনের মাধুরীতে মিশিয়ে
আপন হস্তে গড়ে তুলেছেন বিধাতা নিখুঁত কারিগরিতায়;
রূপ-যৌবনা অন্তরাত্মা- অন্তর্হীত দিনমণি
ভয়ে চুপসায় আঁধার রজনী কোলে আচ্ছাদিত আচল তলে মোহনিদ্রায়,
তবুও আলো হারায় না: নয়ন সস্মুখের নক্ষত্রপুঞ্জের উজ্জ্বলতা,
চন্দ্রিমা-রূপে প্লাবিত- জোছ্নায় জোনাকির আলোক সম্বলিত তনু
চিনতে যাদুকরীর মায়াতে ভিমরি খায় তেজদ্বীপ্ত যৌবনরা

আলো নিভেনা- ফুরায় না হৃদয়-রাজ্যের কুসুম কোমল
অনুভূতিতে জড়িয়ে থাকা সেই আলো;
মনের আঙিনা জুড়ে উঠতি বয়োসি পারিজাত,
বসন্ত লুটোপুটি দিয়ে আগমন ধ্বনি প্রকাশিত হয়
হারানো ব্যথা-বেদনা ভুলিয়ে

ভালবাসার আদরে জড়িত আলো,
সুবাসিত পুষ্পকুঞ্জের কলকাকলিতে ধ্বনিত সেই ভালবাসার মন্দির;
মৃত্তিকা-তরুলতায় আবদ্ধ তনু-বদন
সজিবতার স্পর্শে মোহিত রে
অজান্তে বয়ে চলা প্রেম যমুনা

অমাবশ্যার কালিমা, হৃদয়ের ব্যাকুলতা
আঁখি পলকে নিঃশেষ- চঞ্চলামতি
চাহনির অন্তরালে লুকিয়ে থাকা প্রেমো-ভান্ডারে
হানা দেওয়ার মতলবে উঁকি দিয়ে ওঠে ভরা যৌবনরা

আঁধারেও আলোর স্পর্শের ছোঁয়া মেলে- অস্তিত্ব
অনুভবে মিশ্রিত আলো: সুখ সাধনায়
সদাই অগ্রসরতার বাহু-ডোরে উদ্ভাসিত,
উল্লাসিত নেত্রদ্বয় প্রকম্পিত করে তোলে বনভুমির ব্যাঘ্রদ্বয়ের হৃদপিন্ড

আলোর ছোঁয়ায় আলোকিত জীবন-
অন্তরাস্থল সজ্জিত স্মৃতির পরমাণুর সুক্ষ্ণ কণার কণিকা ভাঁজে
লুকিয়ে থাকা আলো দেখিয়েছে দুনেত্রে সুখের স্বপন
যে আলোর রূপে বিমোহিত এই ভূ-পৃষ্ঠের চলমান অনুরাগী-
বন্ধনের সুত্রগাঁথা পুষ্পমালিকা-চন্দনে সজ্জিত রূপোবর্তিকা আলো
সোহাগের পরশে জীবন ভরিয়ে দিলো এই সমুদ্র-কিনার-
সে আমার ভালবাসার আলো

Monday, January 5, 2015

SongSoy - সংশয়


আমি তারকায় নিমগ্ন থাকি সদয়-
তুমি অলখে দেখিছ কেন নীরবে আমায়?
স্বপ্নলোকে যেইদিন দেখিয়াছি তব ছায়া
ভুলিতে পারিনা কিছুতেই তব-সেই মায়া

অসহায়! অসহায় স্বপ্নীল দুইটি চোখ
তাহারা পারিনাই-বোঝাতে হৃদয়ের শোক
আকুলিয়া উঠিছে হৃদয় তব স্নিগ্ধতায়
দুর্বার, আমি -শান্ত প্রেমের বরোতায়

মোহনীয়, শুভ্র-শ্বেত আলোকবর্তিকা
জ্বেলে দিয়েছিনু মম হৃদয়ে স্বত্বিকা
হরিল নিদ্রা মোর ক্লান্তির ছায়াতেও
জাগিল ইচ্ছা তাই আধারে ডুবিলেও

অনুক্ষণে বারংবার সেই করিছে লড়াই
শিহরণে সহসায় কে ধরিল জড়াই?
তনুমনে উচ্ছ্বাস- অধরে কিঞ্চিত ভয়
বন্দিনি নয়নতারায়- তবু করিয়াছি জয়

স্বপ্নলোকে-দিতেছি-পাড়ি দেখিয়া তোমায়
নিত্যদিন যেতেছি গুনিয়া রবি' শান্তনায়
সংশয়! হইবে কি দেখা মোর তব পরিণয়ে?
নিশির ঝিঁঝিপোকা হেথায় কাঁদিছে গোঙায়ে











Last 7 Days!