Wednesday, August 28, 2013

Priotoma ( প্রিয়তমা )

প্রিয়তমা


আমি ভূমধ্যসাগর দেখেছি তোমার নয়নে-
তুমি সীমাহীন আকাশনীলা আমার ভুবনে।
স্বপ্নীল ভালবাসায় জড়ালে বাহুডোরে
আমায় নিয়ে যায় রবির আলো, কাক ডাকা ভোরে।
তুমি অনাকাঙ্খিত বৃষ্টির ফোঁটা, শীতল
প্রেমময়ী সাগরীকা সীমাহীন অতল।

আমি এলোচুলে বালুকার টুকরো দেখেছি
বিরামহীন নদীর নৌকা চলায় খুঁছেছি।
এই-তো ভালবাসার সিড়ি বেয়ে এলে
শূন্য ভুবনে অপরাজিত বাঁধনে জড়ালে-
আমি মুগ্ধ অনন্ত প্রেমময়ী রূপ দর্শনে
আমি তুষ্ট স্ব-গতির হাত চলা বাঁধনে।


4 comments:

Last 7 Days!

App