Tuesday, August 6, 2013

Moner Mitali (মনের মিতালি)

মনের মিতালি

আজ বরষায় অন্যরকম আমেজে
সেজেছো তুমি, মনের মিতালী মিতু-
ঘন-কালো অন্ধকার করবীতে
হাসনাহেনার সুবাস
আমাকে করেছে ব্যাকুল-
আমি আলোতে পথ হারিয়ে ফেলি
তোমার নয়ন-পানে চাইলে


এখনো ভাবার কিছু নেই,
প্রেমে পড়েছি তোমার কালো চুলের
সুগন্ধ জড়ানো হাসনাহেনার সাদা ধবধবে পাপড়ীর
মনের মিতালী মিতু-
স্বপ্নের মধুর অনুক্ষণে তোমার নয়নদ্বয়
উজ্জ্বল হাসিতে ভরে ওঠে,
সেই অনুক্ষণে আমার একটুকরো
প্রীতি শুভেচ্ছা উপহার রইলো মিতু


No comments:

Post a Comment

Last 7 Days!

App