Friday, August 30, 2013

Pan-Kowri ( পানকৌড়ি )

পানকৌড়ি

গোধুলির বিল ছাড়ি উড়ে যায় পানকৌড়ি
শত মাইল এভাবে দেয় তারা পাড়ি।
নীলিমার বুকে উড়ি, রেখে যায় পদচিহ্ন-
ধেনু রবে ফিরে যায় খেয়ে লতা-তৃণ।

আঁধার নামিছে চারিদিকে, নাই কোথাও দিশা
অবুঝ পানকৌড়ি ডাকে ভয়ে অমানিশা।
একাকি পথে যেতে যেতে বলিছে যেন কিছু
হারিয়ে ফেলিছে সব সঙ্গী, নেই কেউ পিছু।

শ্রাবণের নদী-কূলে নাই কোন তরী
চারিদিকে ঘন কুয়াশা যেন আন্দাজ করি।
নোঙর ফেলিবেনা কোন মাঝি এ-কূলে?
অচেনা লাগিছে সব, গেছে পথ ভুলে।


1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!