Saturday, August 23, 2014

SomVrom-সম্ভ্রম


হায়রে নিয়তি!
দগ্ধ করো মোর আকুতি
বারবার বিরহের অনলে,
পারিনি বোঝাতে আশাহীন নির্মম আঘাতে
আমারই সিক্ত আশ্রুজলে-
তব বিজয় মোর সংশয়;
নাহি আশার সঞ্চারী
যেথায় পুষ্প-কুঁড়ির নব উদ্যম

আমি ছিন্ন পত্রে আচ্ছাদিত
ক্ষণিক পরিচয়ের -মানব
রক্ত পিপাসু পিশাচ, তব হৃদয়ের
গচ্ছিত ধনের হণণকারী,
নিয়তিরে জানাই ধিক্কার

শক্ত ভ্রুকুটিতে প্রস্তর খন্ডিতে
নিক্ষেপ করিতে হইলে আজ অগ্রসর!
তব শিখরে দুরন্ত শকুন
আস্ফালন করে আমাকে সদয়-
আমি কম্পিত অসহায় সংকিত
আর্ধেক জীবন পাড়ি দেওয়ায়
তবুও সন্ধান পাইনি পথ
হারিয়েছি শুধু সম্ভ্রম       (সম্ভ্রম= সত্য)




1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!