Wednesday, July 16, 2014

A Juger Kobi- এ যুগের কবি


তিনি এ যুগের কবি
লিখেছেন সরলতার দৃষ্টি দিয়ে-
যা অচেনা ভূমির অসংখ্য ফসলে মিশে আছে
তোমাদের স্মৃতির পোশাকে।

সে ভীত-কম্পিত হাতে
কেটেছে অনেক লাইন কলম দিয়ে-
তেমাদের মত উৎকৃষ্ট নয় সেই নবীন
যাকে অবহেলায় রেখেছো আঁটকে।

অনেক পাথরের নুড়ি
ছুড়েছো নিষ্ঠুর চোখে তাকিয়ে-
ভালবাসার বির্সজন দিয়েছো নিকৃষ্ট আদরে
ওই স্বপ্নীল আকাশের প্রখর সূর্য তাপে।

দীপালীর দীপশিখার তলে
অনেক অন্ধকার থাকে লুকিয়ে-
তোমাদের চোখের আলো নিভে যায়- অন্তরে
বিষবৃক্ষ রোপণ হয় উষর কোনো দ্বীপে।

শান্ত হয় না নয়নতারা
ঈর্ষার বারুদে আটকা পড়ে নিঃশ্বাস-
নির্ভিক কলমের কালি নিঃশেষ হয়ে যায়
শংঙ্কিত ভবিষ্যতের অদ্ভূত দর্শনে।

নীরবে থেমে যায় পাখি
বিন্দু বিন্দু ভালবাসার নেই আশ্বাস-
অনেক জ্ঞাণীদের ভিড়ে হারিয়ে যায়
এ যুগের কবি অন্ধকার গহীনে।




1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!