Friday, March 27, 2015

Ae-to Jibon-এইতো জীবন




জীবন এভাবে বয়ে যায়
এভাবেই কেটে যায় ১৯টা বছর
একটু সুখ খুঁজে পায়না
যেটুকু পায় তাই দুঃখের আঁচড়
স্মৃতি হয়ে থাকে বুকে
কেউ কেউ মরে ধুকে
অজানার অসীম সীমায় ক্লান্ত রবি
একদিন কাঙালরে রুখে
তবু হাতড়ে বেড়ায় এ-সময় মরিচীকা সুখে

অগ্নিতে আহুত প্রাণ
করেনি কেউ ত্রাণ মুছিতে অশ্রু নয়ন
প্রেম-বন্ধন, এ-যেন লুকিয়ে ক্রন্দন,
কিছুটা অপমানের জ্বালা লুকিয়ে
তবু বলি সেইতো আপন

উগ্রবিষ ফণী, এই বিপদ অশনি-
আসে না ফিরে অকুল-পাথারে ডাকিতে কিনারে
একা বড় একা যে জীবন,
একটু মিথ্যের আশ্রয়ে ভেঙেছে যে
সেই তো তোমার আপন

এভাবেই কেটে যায় ১৯টা বছর
ব্যবধান হয়ে যায় হাজার বছর
আর শিখরে মৃত্যু অপেক্ষায় দীর্ঘনিঃশ্বাস
নিরস্ত করে হৃদরের আকুতি-
রেখেছিলাম কতইনা যতনে
একদিন শিয়রে বসেছিল সেই, যে আপন-
হয়নি পুষ্প-শয্যা যখন, মানতে কষ্ট হয় তবু
এইতো জীবন, যেথায় রয়ে যায়
তোমার আমার আশা-নিরাশার স্বপন

1 comment:

  1. নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!