তোমায় হারাতে দেব না
কত সাধনায় পেয়েছি যাকে
তাকে হারাতে চাই না রাজ্য পেলেও;
মমতাজই হোক আর সাজাহান হোক
আমিও কম নই কিছুতে-
আমারও জমিন আছে
কোটি একর, বুকেতে।
তাজমহল নয়, উষ্ণ আদরের বাড়ি
সোনা-দানা নয়, আছে শুধু জড়ি।
আমি নিঃস্ব হতে পারি, তবে কাঙাল নই
প্রেমের রাজ্যের বীর সৈনিক
ভালবাসায় থৈ থৈ।
আমারও স্বপ্ন আছে তাকে ঘিরে,
না-হয় পাবো না প্রতিদান
শিরি-ফরহাদের মতো মরে।
তবুও ছেড়ে যাবো না তাকে
রাখবো বুকেতে ধরে।
কত সাধনায় পেয়েছি যাকে
তাকে হারাতে চাই না রাজ্য পেলেও;
মমতাজই হোক আর সাজাহান হোক
আমিও কম নই কিছুতে-
আমারও জমিন আছে
কোটি একর, বুকেতে।
তাজমহল নয়, উষ্ণ আদরের বাড়ি
সোনা-দানা নয়, আছে শুধু জড়ি।
আমি নিঃস্ব হতে পারি, তবে কাঙাল নই
প্রেমের রাজ্যের বীর সৈনিক
ভালবাসায় থৈ থৈ।
আমারও স্বপ্ন আছে তাকে ঘিরে,
না-হয় পাবো না প্রতিদান
শিরি-ফরহাদের মতো মরে।
তবুও ছেড়ে যাবো না তাকে
রাখবো বুকেতে ধরে।
osadharon hoyasa...kub valo laglo.
ReplyDeleteThanks!
Deletesai
ReplyDeleteVery nice
ReplyDeletebokachoda
ReplyDeleteai khankir beta eta poem...tor make chudi rendyr beta tor mayer mang bokachoda amr
ReplyDeleteexclnt
ReplyDeleteAmazain
ReplyDeleteAmazain
ReplyDeleteকবি জয় গোস্বামীর টাকডুমাডুম কবিতা
ReplyDelete