Friday, August 23, 2013

Rongo Moncho ( রঙ্গমঞ্চ )

রঙ্গমঞ্চ


শৈশব রবি'র সোনালী কিরণে
সবুজ ঘাস চিকচিক করে উঠে,
হাত ছোঁয়ালেই শীতল দোলা দেয় অন্তরে-
রবি-তাপে তুমি চুপসে যেওনা;
বড়ই ক্ষণিক তোমার প্রকৃতি।

কৈশরে বৃষ্টি-ঝরা আকাশ, সবুজে ভরা মাঠ
প্রিয়া, তুমি দাঁড়িয়ে থেকো না
নেমে এসো বর্ষার রিনিঝিনি ছন্দে।


যৌবনা, তুমি মধ্যাহ্ণে,
ঠিক যেন মাথার উপরে,
তোমাকে দেখলে নয়ন ঝলসে যায়-
কতো রূপ আর তেজদ্বীপ্ততা।
এ যেন প্রকৃতিতে রঙের মেলা।

হিসেবের পড়ন্ত বিকেল , কমলার ছটা,
দীপের ক্ষীণতা, পাখিরা ঘরে,
শুধু তোমায় দেখার অপেক্ষায়।

বার্ধক্যের প্রান্তরে বৃক্ষরাজিতে মিলিয়ে গেল,
চতুর্দিক নিস্তব্ধ, অন্ধকার।
ঝিঁঝি পোকা ডেকে উঠেছে
ফসল নষ্ট করতে,
সেখানে রজনী হয়েছে সঙ্গী।


4 comments:

  1. জীবনানন্দ দাস বেচে থাকলে অাত্বহত্যা করতো

    ReplyDelete
    Replies
    1. Thanks! ভাগ্য ভাল তিনি বেঁচে নেই। নইলে আমাকে লাঠি দিয়ে পিটাত।

      Delete
    2. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
      www.valobasargolpo2.xyz

      Delete
  2. জীবনানন্দ দাস বেচে থাকলে অাত্বহত্যা করতো

    ReplyDelete

Last 7 Days!