Thursday, August 15, 2013

Kotha Kow (কথা কও)

কথা কও


সন্ধ্যা তারার কোনটাই জ্বলেনি-
               দীপ জ্বলেছিল সাঁঝে ?
আসতে দেরি হয়ে গেল বুঝি, পার্বতী!
- না এখনো চলছে
        টিক টিক ঘড়ির আওয়াজ
        হাতের উপর-

কখন সন্ধ্যে হয়ে গেল
        বুঝিনি ধুম্রজালে জড়ানো অচেনা শহরটাতে,
     অন্ধ হয়ে গিয়েছিলাম রাজপ্রাসাদে চেয়ে থেকে-
    একটুখানি করোনা সবুর!

        কোথায় তোমার খালি হাতটা?
দেখ, সোনার বালা এনেছি,
       অযথা শুয়ে থাকার মানে হয় না-
                      সাজাও না ঘরটা।

কৈ, থেমে গেলে যে!
               কথা কও,
ও----- এই বালা বুঝি পছন্দ হয়নি?
        নাকি অভিমান করেছো দেরি হতে দেখে,
একবার দু'নয়ন খুলে কথা কও!



1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!