ফিরেতে চায়
শুকনো পাতা- ভিজে গেলো কুয়াশায়
দুলে সজীবতার নেশায়;
তবুও হয়নি সজীব-
এ-যেন মিথ্যে আশায় বেঁচে থাকা
রহস্যূময়ী আ-জীব।
প্রাণ নেই, শষ্কতা
সবুজ নেই শুধু জড়তা
ঘিরে আছে- অনেক দিনের বার্তা
লেখা আছে পাতার খামে- অনেক ব্যর্থতা
প্রশাখায় জড়িয়ে কেঁদে ওঠে
নির্মম দু'টি ঠোঁটে।
আর হবে না বৃক্ষে ফেরত যাওয়া,
আর হবে না বাতাসে দোল খাওয়া।
শুকনো পাতা ঢেকে গেল আরো পাতায়;
শক্তি ফুরিয়ে নিঃশ্বাস থেমে যায়,
আবার বাতাসের কম্পে উঁকি দেয় মনে-
ফিরতে চায় বৃক্ষের সবুজদীপ্ত বনে।
শুকনো পাতা- ভিজে গেলো কুয়াশায়
দুলে সজীবতার নেশায়;
তবুও হয়নি সজীব-
এ-যেন মিথ্যে আশায় বেঁচে থাকা
রহস্যূময়ী আ-জীব।
প্রাণ নেই, শষ্কতা
সবুজ নেই শুধু জড়তা
ঘিরে আছে- অনেক দিনের বার্তা
লেখা আছে পাতার খামে- অনেক ব্যর্থতা
প্রশাখায় জড়িয়ে কেঁদে ওঠে
নির্মম দু'টি ঠোঁটে।
আর হবে না বৃক্ষে ফেরত যাওয়া,
আর হবে না বাতাসে দোল খাওয়া।
শুকনো পাতা ঢেকে গেল আরো পাতায়;
শক্তি ফুরিয়ে নিঃশ্বাস থেমে যায়,
আবার বাতাসের কম্পে উঁকি দেয় মনে-
ফিরতে চায় বৃক্ষের সবুজদীপ্ত বনে।
নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz