Friday, August 16, 2013

Ami Chol-lam ( আমি চললাম )

আমি চললাম


আমি দুঃখিত-
তোমার ব্যস্ততার মাঝে বিরক্ত করে
অনেক মূল্যবান সময়কে নষ্ট করে দিয়েছি;
ভেবেছিলাম,
বিকেলের অবসরে তুমি বসে আছো
সবুজ বনানী-ধারে এক মুঠো কাঁশ ফুল হাতে নিয়ে।
তাই তোমার সামনে এসে দাঁড়িয়েছি-
বিকেলে নদীর না পেয়ে।

এখনো বেণীটা বাঁধোনি তুমি?
চোখেতে কাঁজল আঁকোনি?
শুধু নীরবে দাঁড়িয়ে কেন?
খুশি হওনি আমায় দেখে এ সময়ে?

ঠিক আছে!
চলেই যাবো, দূরে---- বহুদূরে কোথাও।
আমিতো ভিন্ন মানুষ, মেশে না তোমার সাথে,
অনেকের চোখের কাঁটা, ইদুর- কপালে আমার-
আমি চললাম অসীমের কল্পনা থেকে শত যোজন দূরে....
একবার শুধু ফিরে তাকাও!

1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!