নিয়তির খেল
সাদা পাঁপড়ী দোলানো শাপলা ফুল
তুলে এনেছিলাম সেই উত্তরের ঝিল থেকে,
তুমি দেখতেও চাইলে না;
চাঁদের মতো চেয়ে থাকা ফুলগুলো
ফোটাতে পারিনি মুখের হাসি-
কান্না এসেছিলো দু'চোখের পাতায়,
নিয়তির হাত থেকে ফেরাতে পারিনি,
স্তব্ধ হয়ে গেলো আকাশটা মুহুর্তে।
কোন খেলায় মেতেছো আজ বলতে পারো?
এ হাত, ও হাত,
স্বপ্নের দিন গুনে কেটে যায়-
শুধু শুধু বেঁচে থাকা,
কষ্টকে বুকের মাঝে পুষে রাখা।
আরেকটা হাতের প্রত্যাশা-
ভুল-ভ্রান্তি সবই বিচ্ছেদের কারণ।
বিন্দু শিশির হলেও পা-কে ভিজায়
কিছুটা পদক্ষেপে।
বারবার প্রত্যাশার হাতকড়া পরতে
অস্বস্তি-ঘৃণা জন্মায় অন্তরের চিলেকোঠায়,
এবার তার নির্মূল হবে অতল পানিতে।
সাদা পাঁপড়ী দোলানো শাপলা ফুল
তুলে এনেছিলাম সেই উত্তরের ঝিল থেকে,
তুমি দেখতেও চাইলে না;
চাঁদের মতো চেয়ে থাকা ফুলগুলো
ফোটাতে পারিনি মুখের হাসি-
কান্না এসেছিলো দু'চোখের পাতায়,
নিয়তির হাত থেকে ফেরাতে পারিনি,
স্তব্ধ হয়ে গেলো আকাশটা মুহুর্তে।
কোন খেলায় মেতেছো আজ বলতে পারো?
এ হাত, ও হাত,
স্বপ্নের দিন গুনে কেটে যায়-
শুধু শুধু বেঁচে থাকা,
কষ্টকে বুকের মাঝে পুষে রাখা।
আরেকটা হাতের প্রত্যাশা-
ভুল-ভ্রান্তি সবই বিচ্ছেদের কারণ।
বিন্দু শিশির হলেও পা-কে ভিজায়
কিছুটা পদক্ষেপে।
বারবার প্রত্যাশার হাতকড়া পরতে
অস্বস্তি-ঘৃণা জন্মায় অন্তরের চিলেকোঠায়,
এবার তার নির্মূল হবে অতল পানিতে।
So Sad-----
ReplyDelete