Tuesday, August 27, 2013

Rup Nogorer Nagor ( রূপ নগরের নাগর )

রূপ নগরের নাগর



বাদলের হাওয়া বইছে প্রাণে
খুশি খুশি বউ, ডাকছে ও-খানে,
কইবে কথা সঙ্গোপনে-
আঁড়াল ক'রে চোখের পাতা
     দৃষ্টি করে চুরি-
লুকানো খাতা  ছিড়বে আজি
    প্রেমের দৌড়াদৌড়ি।


তুমি কোন-সে কূলের নাগর
         কইতে লাগে দেরি?
লাজ-তো আমার অনেক আছে,
     তোমারটা দেখে মরি;
চেয়ে দেখ আঁখি আমার হরিণীরূপ ডাগর,
ও-গো তুমি চাওনা ফিরে রূপনগরের নাগর।


রাজ কন্যে বধূ আমার,
বাদল দিনে শুকায় কেন বুক?
প্রেম-দিওয়ানা হইলে মনে
           মিটিত সকল সুখ।


আসলে কাছে বুঝবে তবে
     প্রেমের হরেক রূপ,
বাসর ঘরে বুঝবে ঠেলা
        প্রেমের অনল-কুপ।


1 comment:

Last 7 Days!