অন্ধকার ভাল লাগে
তোমার সাথে ভাবটা
আমার জমে উঠেছে-
আগে দেখা হয়নি বলে
কথাগুলো স্মৃতির অতলে তলিয়ে ছিল,
এখন উন্মিলিত হয়েছে ।
তোমার হৃদয়ে অবস্থান করি
তোমার প্রেমে উদ্ভাসিত আমি-
দীঘল চোখের মায়া জড়ানো হাসি
সপ্তসিন্ধু পার করে এনেছে আমাকে ।
তোমার সাথে ছন্দ পাতিয়েছি
তোমার সাথে নিজেকে জড়িয়েছি
অদ্ভূত ভালবাসার বন্ধনে ।
রূপের জোয়ার তোমার নাইবা থাকলো,
ভালবাসা তো আছে অন্তরে!
না---কি ভুল বললাম?
সবাই সবাইকে ভালবাসে না
আমিও তেমনি-
শুধু তোমায় ভালবাসি;
অন্ধকার ছায়ার মতো
তুমিই তো আলোটাকে চেনালে।
তুমি বিনা আলো মূল্যহীন,
তাই অন্ধকার আমার ভাল লাগে।
পৃথিবীতে এমন অনেকেই আছে, যারা অনেকের কাছে দেখতে সুন্দর না। সেই দেখতে সুন্দর না ব্যক্তিগন( মেয়েরা ) নিজেদের অনেক পাপী মনে করে। কিন্তু এতে তাদের কোন দোষ নেই। আমরা সবাই মানতে পারি না আলোর নিচে অন্ধকার থাকে, অন্ধকার বিহীন আলোরও তেমনি মূল্য নেই।
তোমার সাথে ভাবটা
আমার জমে উঠেছে-
আগে দেখা হয়নি বলে
কথাগুলো স্মৃতির অতলে তলিয়ে ছিল,
এখন উন্মিলিত হয়েছে ।
তোমার হৃদয়ে অবস্থান করি
তোমার প্রেমে উদ্ভাসিত আমি-
দীঘল চোখের মায়া জড়ানো হাসি
সপ্তসিন্ধু পার করে এনেছে আমাকে ।
তোমার সাথে ছন্দ পাতিয়েছি
তোমার সাথে নিজেকে জড়িয়েছি
অদ্ভূত ভালবাসার বন্ধনে ।
রূপের জোয়ার তোমার নাইবা থাকলো,
ভালবাসা তো আছে অন্তরে!
না---কি ভুল বললাম?
সবাই সবাইকে ভালবাসে না
আমিও তেমনি-
শুধু তোমায় ভালবাসি;
অন্ধকার ছায়ার মতো
তুমিই তো আলোটাকে চেনালে।
তুমি বিনা আলো মূল্যহীন,
তাই অন্ধকার আমার ভাল লাগে।
পৃথিবীতে এমন অনেকেই আছে, যারা অনেকের কাছে দেখতে সুন্দর না। সেই দেখতে সুন্দর না ব্যক্তিগন( মেয়েরা ) নিজেদের অনেক পাপী মনে করে। কিন্তু এতে তাদের কোন দোষ নেই। আমরা সবাই মানতে পারি না আলোর নিচে অন্ধকার থাকে, অন্ধকার বিহীন আলোরও তেমনি মূল্য নেই।
This comment has been removed by the author.
ReplyDeleteনতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz