আমার হৃদয় পৃষ্ঠায় তোমার ছবি আঁকা-
যেদিন হতে আমায় বেসেছিলে ভাল,
আজ তবে দূরে কেন, বলনা কোনো কথা
তবে-কি আমার অনেকটাই ভুল ছিল?
পড়ে না মনে কি ভুল করেছি
আসলে কি তা ভুল,
তোমার হাতে রেখেছি যেদিন
একগোছা বনফুল।
হায় নিয়তি হায়! কার মালা কে পরে গলায়।
চলে যাও সীমানা ছেড়ে
অন্য কারো হাত ধরে,
শুধু জেনে রেখো আবার আসতে হবে ফিরে
আমারই সামরাজ্য গড়েছি তোমাকে ঘিরে।
ওপারের টকটকে লাল গোলাপ
এপারে বেদনার প্রলাপ-
সবটাই রয়েছে বাকি
অদূরে চলে যাওয়ার কতক আলাপ।
অনেক স্বপ্ন মিছে আজ-
তোমার কূলে হাত বাড়ায়
তার মুখের হাসি ধরে না চাঁদের গায়।
একটু অশ্রু সয়ে নেব
বেদনার নীল ডানা জুড়ে নেব
এইরূপ ছলনার উতলা বাতাসে
রৌদ্রমাখা হাসিতে
বিদায় দেব মৃদু মৃদু গতিতে।
যেদিন হতে আমায় বেসেছিলে ভাল,
আজ তবে দূরে কেন, বলনা কোনো কথা
তবে-কি আমার অনেকটাই ভুল ছিল?
পড়ে না মনে কি ভুল করেছি
আসলে কি তা ভুল,
তোমার হাতে রেখেছি যেদিন
একগোছা বনফুল।
হায় নিয়তি হায়! কার মালা কে পরে গলায়।
চলে যাও সীমানা ছেড়ে
অন্য কারো হাত ধরে,
শুধু জেনে রেখো আবার আসতে হবে ফিরে
আমারই সামরাজ্য গড়েছি তোমাকে ঘিরে।
ওপারের টকটকে লাল গোলাপ
এপারে বেদনার প্রলাপ-
সবটাই রয়েছে বাকি
অদূরে চলে যাওয়ার কতক আলাপ।
অনেক স্বপ্ন মিছে আজ-
তোমার কূলে হাত বাড়ায়
তার মুখের হাসি ধরে না চাঁদের গায়।
একটু অশ্রু সয়ে নেব
বেদনার নীল ডানা জুড়ে নেব
এইরূপ ছলনার উতলা বাতাসে
রৌদ্রমাখা হাসিতে
বিদায় দেব মৃদু মৃদু গতিতে।