Saturday, October 25, 2014

Ridoy Nia - হৃদয় নিয়ে

আমার সেইদিন
তুমি ফিরিয়ে দিতে পারবে না জেনেও কেনো অভিনয় করছো?
আমি মেনে নিয়েছি তোমার বিচ্ছেদ-এ-হৃদয় থেকে-
শুধু ভুলিনি তুমি যা আমাকে দিয়েছো

একটা শরৎ
তোমাকে ছাড়াই কাটিয়ে দিয়েছি আকাশের শুভ্র মেঘ গুনে
আরো আনেক অনেক স্বপ্নের জাল বুনে
হয়তো আড়াল প্রাচীর ভাঙবে না সীমান্ত তারের মতো
আমি দুঃখগুলো পুষে রেখেছি একদিন দিয়েছিলে যতো

আর অপেক্ষা হয়তো হবে না আলোর পথ চেয়ে
জানি-না ভুলেছো কি-না অন্য কাউকে পেয়ে
তবে ভুলে যেও ভুলে যেও তোমার মনে আমার কবর দিয়ে
ভালবেসেছিলাম তোমায় এ-অন্তর দিয়ে,
একটুও খেলা করিনি তোমার হৃদয় নিয়ে










Sunday, October 19, 2014

Valobasar Atit (ভালবাসার অতীত)

ভালবাসার অতীত নিয়ে নিরবে যখন ভেবেছি
প্রেমের শতদল তখনি এ-হৃদয়ে উঁকি দিয়ে উঠেছে
তবু কেনো জানি মনে হয় নিঠুর যাতনায়,
তুমি মেনে নিয়েছো পরাজয়।
আড়ালে লুকিয়ে আজ কেন কাঁদিছো?
মনে পড়েনা সেদিনের সেই বসন্ত সময়?
যেখানে গোলাপি ডাইরীতে আঁখির কাজলে লিখেছিলে,
‍তুমি আমি করলাম মন বিনিময়।

স্বপ্ন দেখ, চাঁদ-রজনীতে জেগে জেগে একাকী
আমার ভালবাসার খাতাতে দিয়ে ফাঁকি
তবু বলবো না ফিরে এসো আমার নিঝুম-কুঠিরে
যতোই তোমার স্মৃতি এই বুকে রাখি।



Monday, October 13, 2014

Ak Tukro Smiriti (এক টুকরো স্মৃতি)




আমার স্মৃতি মুছে যেতে পারে না
তোমার অচেনা চাহনিতে, যদি যায়
তবু হারাতে চাই সেদিনের সেই
সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে

আমি যেতে পারি অন্ধ হয়ে-
সময়ের নিষ্ঠুর প্রকোপে
বিলিন হয়ে যেতে পারি
এইরূপ বসুন্ধরাতে;
যদি শ্বাস থাকে খুঁজে নেবো
তোমার স্বরূপ মিষ্টি-মধুর কাকলিতে

ধূসর কুয়াশার ঝাপসা আলোয়
দিগন্তের সসীম কালোয়
পারি না কিছু স্মৃতি ভুলিতে ,
তাই এখানে আড়ালে যতোই চেয়েছি লুকাতে
ততোই কে যেন টেনে ধরে
দেয়না হারাতে
তবু হারাতে চাই সেদিনের সেই
সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে



Last 7 Days!