বন্ধু, কোন সু-দূরে তোমার বসবাস,
আমি প্রত্যাহ খুঁজেছি তোমায়।
বিরামহীন কর্ম ব্যস্ততায়
তোমার মুখদর্শন পেতে চেয়েছি মাত্র-
নীশির আধারে প্রদীপ জ্বলে না আমার ঘরে
শুধু তোমার স্পর্শে জ্বলে উঠবে বলে।
কত দূরে তোমার বসবাস?
আমার আর্তি তোমার কর্ণে পৌঁছায় কি?
হয়তো পৌঁছায়, হয়তো বা না।
এভাবে দিন শেষ হচ্ছে,
এভাবে নিশি পার হচ্ছে-
কতদূর সেই আশার পরিসীমার সমাপ্তি রেখা?
শুধু তোমার কোলে মাথা রেখে একটু ঘুমোতে চাই।
সহস্র রজনী কেটেছে নির্ঘুম, ক্ষীণ-তন্দ্রায়
তার অবসান চাই,
তোমার নিকট আবাস গড়ে।