নবান্নের
শীতে দেখেছিলাম প্রাতে
হরিনী নয়নে
এই সত্ত্বার সাথে-
অঞ্চলের
শুষ্ক ছোয়ায় বেধেছিলে আমারে।
আনত বদনে
চাহিলে ভূমিতে
তৃণ জাগিল
তোমার ওই হাসিতে
সুখের আভাস
পাইল নরম চাদরে
আমি ফিরিতে
চাই না সিন্ধু তীরে।
সজল দিঘিতে
অনুকূল হাওয়াতে
হাত
রেখেছিলাম যখন,
অনায়াসে ভ্রু-যুগল
কাঁপিয়া উঠিল
করোনাই
আত্মসর্ম্পপন।
দিঘির
শেওলা মৃদু মৃদু দোলা-
এই
সঞ্জীবনে আনিল আশার সঞ্চার।
আমি
নিরুপায় হারানোর ভয়,
পেয়েছি
চেয়েছি মণি-মুক্তা সমাহার।
আমি বিবাগী
তোমার নয়ন
দেখিয়া।
রেশমী কননে
রেশমী কুন্তল
স্পর্শ
করেছিল হৃদয়ে যখনি,
আত্মহুতি
দিয়েছিল অনেক অবুঝ পতঙ্গ
এই
সত্ত্বাও বাদ যায়নি।
প্রনয়ে
নির্ভয়ে দিগ্বীজয়ে পেয়েছি সঠিক সময়ে
তোমারই
দুটি হাত
চিরদিন রবে
পাশে, আমি থাকব সাথে
এইতো তোমার
আমার শপথ।