একটু সত্য আর একটু মিথ্যা
সবই মিলে অযথা সেই সব কথা
যার অর্থ নিরার্থ হয়ে যায় কালবেলায়
সেই অসীমে মিলেছে দুটি পাখি
জানো কি কোন ভরসায়?
সূর্য অনল দীনহিনের প্রতি
আর্তি তাহার প্রতি যিনি দেখেনাই
শক্তি, এই নিরীহরে করেছে ক্ষতি,
আমি ভিক্ষার দুয়ারে উদ্বাহু নই
যাহা আচলে লয়ে আসবে
তাহার নিতান্তই অংশিদার মাত্র।
অনাহারে দিনাতিপাত এ-তো সময়ের সুত্রপাত
মম অন্তরের বাগিচায় হবে নিশ্চয়।
একটু সত্যের আড়ালে কতইনা মিথ্যা চলে
বিভিষীকার মত,- আমি নির্বাক, হতবাক
তোমারই কথা কয়ে শিমুল পলাশ বনে।
অল্প পত্রে ছিন্ন শাখায় যেই স্বপ্ন নিমিষে ঝরে
সেই টুনির খড়কুটায় নিঃশব্দে কেউ হানা দেয়
সত্য হারায় অতলে অথবা নির্জনে।
আরো মিথ্য বাসা বাধে স্তরে স্তরে
কোন এক সসীম চাওয়ার মৌ-বনে
অলখে বিনিদ্র রজনীকোলে শুকনো আদরে।
চলমান পত্রের শুষ্ক রুক্ষতা-
ভীরুতার কৌটায় ভরে তীক্ষ সত্যতা
নিরুদ্দেশ হয়েছে একদিন।
খুঁজে পাইনি, তাই তো আমার অনেক ঋণ।