আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও তাই
যখন দূরে চলে যাই তোমাকে বেদনার চাদরে জড়াই
এমনই প্রেম চলেছে ধরায়-
হায়! সমাজ, তুমি কর কি কাজ?
তারা-তো আছে কষ্ট বেদনায়।
সরলতার চোখে জড়তাহীন বুকে
ঠাঁই দাও ঠাঁই দাও হাসির রেখা এঁকে,
নব জীবন আনন্দে উদ্যাল হতে চায় সুখে-
দিয়োনা দুঃখ সহসায়।
জানি মানবে না তুমি নতুনের আহ্বান
তাতে হয় যে তোমার অপমান!
তবুও ভাবোনা, কেন কষ্টে থাকে দু’টি হৃদয়।
যে প্রেম পবিত্র রেখেছে ধরীত্র
তাকে স্বীকার কর, তুমি নীরবে থেকো না মিত্র।
এখানে আমার জীবন তার সাথে বাঁধা আছে
তাই দু’জনই শ্বাস লই, এ পবিত্র প্রেমের সূত্র।