তুমি আমায় স্বপ্ন দেখতে বলেছিলে
আমি দেখেছি,
তবে তোমার মনের মত হবে কিনা জানিনা।এলোমেল, অগোছালো জীবনে সেই স্বপ্ন সত্যি হতে
হিমশিম খাবে নাতো-
ভাবনা-দুর্ভাবনা একত্রে বাসা বেঁধেছে শুকনা ডালে।
তোমার কোন স্বপ্ন ভাল লাগে, না-জেনেই স্বপ্ন দেখতে উত্সুক
এই আমি অচেনাকে ভালবেসেছি চিনবো বলে।
তুমি দুঃস্বপ্নের কথা বলোনিতো!
আমি ভয়ে শিহরে উঠি।
মগডালে পাখির বাসা, সে অনেক উচু আশা
নিরাশায় ভেঙে যাবে-
আমি নির্ভীক হতে পারিনি উচ্চাকাঙ্খায়।
দ্যোদুল স্বপ্ন আমাকে আকর্ষণ করেছে
কিন্তু বিকর্ষণ করেছে প্রকৃতি।
আমি প্রকৃতিকে ভালবাসি, তোমার প্রকৃতিও।
আর নিঃশব্দে রাত পাহারা দিয়ে যাকে আপন করে পেতে চাইছো
সে আপন হওয়ার নয়, সে-বন্য পাখি খাঁচায় থাকতে চায় না।
তোমাদের আঁড়ালে তার অবুঝ ভালবাসা
চুপিচুপি খেলা করে গোধুলির পানকৌড়ির সাথে।
আমি যে স্বপ্ন দেখি তার বাস্তবায়ন প্রকৃতি করে না,
আমাকে ভাঙন দেখায় আমকে বিদ্ধস্ত করে দেয় অনর্থক তান্ডবে।
তাই আমি শংকিত, আমি শোকাহত
যদি তোমার স্বপ্নের সাথে আমার স্বপ্ন না মেলে।