Friday, December 16, 2016

Bangla Amar Ahongkar - বাংলা আমার অহংকার (বিজয় দিবস)





সময় ঊনিশশ একাত্তর
খচখচ করে বুকের ভেতর
অন্ধকারে আলোর বাজি-
তারকা রাশি রাশি জ্বলে ওঠে নেভেনা আর
এ যেন ভয়ংকার কালরাত্রি
অগ্নির অলংকার
আর্তনাদ, চিত্কার
বিভত্স-
ইয়াহিয়া, তোকে ধিক্কার

খেলোয়াড়, পিছন থেকে আঘাতকারী
নির্দয়-পাষাণ
আসলে তুই ভিখারী-
নির্মম অত্যাচারি
শুনেছিস তু্‌ই মুজিবের কন্ঠস্বর!
তুই নরপশু তোকে ধিক্কার
জন্ম জন্মান্তর তুই ঘৃণ্য
তুই বন্য

তোর জবাবে মুক্তিসেনা
দেশের খাঁটি সোনা!
আঘাতে আঘাতে ভাঙল
বেইমান, কাপুরুষ তোর আস্তানা,
নিহত-আহত আর বন্দি
সামরিক সেনা
মুছে গেল তোর আড়ম্বর
কারণ আজ ১৬ই ডিসেম্বর-
আমি বাঙালি,
বাংলা আমার অহংকার
এক নেতা,
দেশ গড়ার কারিগর
পেয়েছি আমরা-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান



Last 7 Days!