পেয়ে-ও পেলামনা তাকে
খুঁজেছি যাকে
এই মনের বাঁকে বাঁকে।
এতোদিন বাদে ক্রান্তির পথে পথে
সময়ের সাথে
পাড়ি দিয়েছি আশায় বুক বেধ-
ও মন পাখিরে
খোলো দুই আঁখিরে
যে ছিল ভিতরে সে আজ বাহিরে।
ক্ষণিক, ক্ষণকাল- অর্ন্তযামী চিরকাল
বাম হইল মহাকাল,
ক্ষতি নাই ফেলিলে আঁখিজল।
সুখের শশী গগনে ভাসি
জোছোনা ছড়ায় রাশি
বারেবারে আচানক তাই ফিরে অসি।
ভুলিছে বিধু, উষাকালের রবি-র কিরণ
তবু আছে স্মরণ
থাকবে, সে থাকবে ওগো প্রেয়োসী আমরণ।।