সুখের দুয়ারে বদ্ধ তালা- দুঃখ চিরসাথী
জীবন কাঁদে আষাঢ় নদীতে- যন্ত্রনার মালা গাঁথি।
পাঁজর ছিড়ে পোষা পাখি অচীন দেশে যায়
বৃক্ষ তরু মেঘমালা বিরহের গান গায়।
আলোর বিকেলে ফিকে চাহনি- ধূসর মরুভূমি
গোধূলীর মিলন মেলায় আমি একা যাত্রি।
উঠোন জুড়ে জোসনা খেলে- হৃদয় জুড়ে পাষান
ধরনী আমায় বিদায় দিয়েছে- সবার মুশকিল আসান।
১৩/১০/২০১৯
জীবন কাঁদে আষাঢ় নদীতে- যন্ত্রনার মালা গাঁথি।
পাঁজর ছিড়ে পোষা পাখি অচীন দেশে যায়
বৃক্ষ তরু মেঘমালা বিরহের গান গায়।
আলোর বিকেলে ফিকে চাহনি- ধূসর মরুভূমি
গোধূলীর মিলন মেলায় আমি একা যাত্রি।
উঠোন জুড়ে জোসনা খেলে- হৃদয় জুড়ে পাষান
ধরনী আমায় বিদায় দিয়েছে- সবার মুশকিল আসান।
১৩/১০/২০১৯