কবিগুরু রবি ঠাকুরের উদ্দেশ্যে একটি ক্ষুদ্র শ্রদ্ধার্পণ। যাঁর
কবিতা ক্ষেত্রে আমি বিচরণ করেছি, ভুলিনি তাঁকে, ভুলবো না। তাঁকে স্মরণ করে এই ক্ষুদ্র অর্ঘ-
প্রিয়া আমার কষ্ট পেয়েছে, ভালোবাসা দেইনি বলে
অন্তরে তার বিষাদগীতি- চলেছে একা, কিছু না-বলে।
কিন্তু যা দিয়েছি উজাড় করে, পাবে কি তা কোন কালে?
প্রিয়া আমার কষ্ট পেয়েছে, কাছে যেতে চাইনি বলে।
জীবনে তার কত প্রেম, তোমরা কি দেখেছো ভুলে!
আমিও যে বৃষ্টি-নয়ন, আছি- দাঁড় নাই তবু পাল তুলে।
কষ্ট তোমার একার নয়, দেখো! ভাঙন লেগেছে সেদিনও এ-কূলে
তোমার বিরহীনীভাব- দেখেছিলাম সেদিন, খোলা চুলে।
প্রিয়া আমার দুঃখ পেল! ভালোবাসা না জানার ভুলে
প্রেমিক মরেছে কতশত- প্রেমিকা কি নেচেছে হাত তুলে?
কষ্ট, দেখো! দুজনেরই হয়, কেউ বোঝেনা হাসির ছলে
কিইবা প্রেম করলে তুমি, পড়েছো কি প্রভুর চরণ তলে?
প্রিয়া তোমার ভুল ধারনা ভাঙবো একদিন সময় পেলে
তোমার মতন কষ্ট হৃদয়ে, আমিও থাকি, অন্তর জ্বলে
দেখবে না তা! তুমি ভাবছো, আমি সুখে আছি বলে
প্রিয়া আমার কষ্ট পেয়েছে, খবর কিছু নেই না বলে।
ভেবে দেখো! কি দিয়েছি, দিয়েছি-সব-সর্বস্য তুমি প্রথম বলে
তবুও তুমি ভাবো কেনো, আমি চলে গেছি তোমায় ফেলে।
তোমার তুষ্টি যদি না-হয় প্রেমে, সারাজীবন কেনো বাধোনি আঁচলে!
তুমিতো পারোনি আমি যা পেরেছি, ভাসেনি কি সব নয়ন জলে?
০৮/০৫/২০২০
অন্তরে তার বিষাদগীতি- চলেছে একা, কিছু না-বলে।
কিন্তু যা দিয়েছি উজাড় করে, পাবে কি তা কোন কালে?
প্রিয়া আমার কষ্ট পেয়েছে, কাছে যেতে চাইনি বলে।
জীবনে তার কত প্রেম, তোমরা কি দেখেছো ভুলে!
আমিও যে বৃষ্টি-নয়ন, আছি- দাঁড় নাই তবু পাল তুলে।
কষ্ট তোমার একার নয়, দেখো! ভাঙন লেগেছে সেদিনও এ-কূলে
তোমার বিরহীনীভাব- দেখেছিলাম সেদিন, খোলা চুলে।
প্রিয়া আমার দুঃখ পেল! ভালোবাসা না জানার ভুলে
প্রেমিক মরেছে কতশত- প্রেমিকা কি নেচেছে হাত তুলে?
কষ্ট, দেখো! দুজনেরই হয়, কেউ বোঝেনা হাসির ছলে
কিইবা প্রেম করলে তুমি, পড়েছো কি প্রভুর চরণ তলে?
প্রিয়া তোমার ভুল ধারনা ভাঙবো একদিন সময় পেলে
তোমার মতন কষ্ট হৃদয়ে, আমিও থাকি, অন্তর জ্বলে
দেখবে না তা! তুমি ভাবছো, আমি সুখে আছি বলে
প্রিয়া আমার কষ্ট পেয়েছে, খবর কিছু নেই না বলে।
ভেবে দেখো! কি দিয়েছি, দিয়েছি-সব-সর্বস্য তুমি প্রথম বলে
তবুও তুমি ভাবো কেনো, আমি চলে গেছি তোমায় ফেলে।
তোমার তুষ্টি যদি না-হয় প্রেমে, সারাজীবন কেনো বাধোনি আঁচলে!
তুমিতো পারোনি আমি যা পেরেছি, ভাসেনি কি সব নয়ন জলে?
০৮/০৫/২০২০