Sunday, October 20, 2024

Onek Asha - অ‌নেক আশা

 অ‌নেক আশা  

স্ব‌প্নের বাসা শিহর‌ণে সহসা ক‌রি‌ছে ভ্রমন

উত্তাল প্রেম সলী‌লে তরীখা‌নি ভাসা

না‌হি যে‌নো ডু‌বে 

ডু‌বি‌লে হ‌রি‌বে ভাষা!

তৃষা জা‌গে ম‌নে অচীন আবে‌গের ক্ষ‌ণে

জয়তী সমুদ্রত‌টে দিনম‌ণির হা‌সি ফো‌টে

‌সেথা মোর প্রে‌য়োসী হাঁটে মৃদু হা‌সির অম‌লিন পা‌টে

স্থীর স্তব্ধ সময় য‌বে ডা‌কি‌বে অ‌ামায়

ক্রা‌ন্তির ক্রো‌ড়ে স‌বই রা‌খি‌বে এ‌হেন দাবী

ভু‌লিনাই‌ ভু‌লি‌বোনা মৃত্যু যতই দিক সান্ত্বনা।









Thursday, March 7, 2024

Ami Tahar Kotha Bolini- আ‌মি তাহার কথা ব‌লি‌নি

 শুক‌নো ফু‌লের সুবা‌সে মায়াবী‌নী মন মা‌তে‌ না

মে‌তে‌ছে উজান তলীর উতলা গা‌ঙে

যেথায় ঢেউ ভা‌ঙে সারা বরষা জু‌ড়ে

যখন আ‌সে ঘু‌রে ঘু‌রে ফি‌রে ফি‌রে-

আ‌মি তাহার কথা ব‌লি‌নি, যে পা‌রি‌নি

আগ‌লে রাখ‌তে বস‌ন্তের জলন্ত ফাগু‌নে

অবশ স্মৃ‌তির বিবশ ছাঁয়ায় ক্লান্ত প‌থিক-

সেই উৎসাহহীন দ্যোদুল ভাবনায়

নি‌জে‌কে আত্মহারা ক‌ি‌রি‌নি।


আ‌মি ফি‌রে দে‌খে‌ছি! চোখ ব‌ু‌জে নিশী‌থের ঘর‌কো‌ণে

সেই শব্দ কা‌নে আ‌সি‌নি-

যা সন্ধ‌্যা প্রদী‌পে মি‌শে আ‌ছে গোধূলীর কা‌লে-

শু‌কি‌য়ে গে‌ছে ফুলগু‌লির সব পাঁপড়ী 

আর মে‌ঘে ঢে‌কে‌ছে আকাশ

বিভাবরী নিশ্চুপ ঘু‌মের দে‌শে চাত‌কের চাহনি।






exclusivepoem2013.blogspot.com



Last 7 Days!