অনেক আশা
স্বপ্নের বাসা শিহরণে সহসা করিছে ভ্রমন
উত্তাল প্রেম সলীলে তরীখানি ভাসা
নাহি যেনো ডুবে
ডুবিলে হরিবে ভাষা!
তৃষা জাগে মনে অচীন আবেগের ক্ষণে
জয়তী সমুদ্রতটে দিনমণির হাসি ফোটে
সেথা মোর প্রেয়োসী হাঁটে মৃদু হাসির অমলিন পাটে
স্থীর স্তব্ধ সময় যবে ডাকিবে অামায়
ক্রান্তির ক্রোড়ে সবই রাখিবে এহেন দাবী
ভুলিনাই ভুলিবোনা মৃত্যু যতই দিক সান্ত্বনা।